East Bardhaman News- সিঙ্গি কাশীরাম দাস স্মৃতি পাঠাগারের সামনে অনুষ্ঠিত হচ্ছে কাশীরাম দাস মেলা  

Last Updated:

৬০ তম কাশীরাম দাস স্মরণোৎসব ও কাশীরাম দাস মেলা অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গি কাশীরাম দাস স্মৃতি পাঠাগারে 

#পূর্ব বর্ধমান : ৬০ তম কাশীরাম দাস স্মরণোৎসব ও কাশীরাম দাস মেলা অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গি কাশীরাম দাস স্মৃতি পাঠাগারে। মেলা উদ্বোধন করলেন কাটোয়া দু নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা (East Bardhaman News)। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নং ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের সিঙ্গি গ্ৰামে। চলতি সপ্তাহেই শুরু হল মেলা। উপস্থিত ছিলেন কাটোয়া দু নং ব্লকের জয়েন্ট বিডিও তুহিন মন্ডল, কাটোয়া দু নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, কাটোয়া দু নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, কাটোয়া দু নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল, সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জী, মেলা কমিটির সভাপতি তারক পাল, সম্পাদক শান্তনু বাস সহ অন্যান্যরা।
এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুচনা হয় মেলার (East Bardhaman News)। অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাঠাগার প্রাঙ্গণেই হয় এই অনুষ্ঠান। রাতে আতশবাজি প্রদর্শনীও হয় এদিন। মেলা চলবে পাঁচ দিন ধরে। প্রতিবছরই সিঙ্গি কাশীরাম দাস পাঠাগারে আয়োজিত হয় এই মেলা। ১৯৬২ সালে বিধানচন্দ্র রায়ের আমলে মেলাটি শুরু হয়। তখন ছোট করে বৈশাখ মাসে হত। তবে সিঙ্গি কাশীরাম দাস পাঠাগারে, কমিটির সদস্যরা গত ২৬ বছর ধরে, কাশীরাম দাসের নামে, গ্রামে মেলার আয়োজন করে আসছেন। করোনার কারণে যদিও ২০২১ সালে মেলা হয় নি। করোনা কিছুটা স্থিত হতেই এবছর হচ্ছে মেলা, অনুষ্ঠান।
advertisement
এই নিয়ে বিডিও বলেন, এই মেলাকে নিয়ে এলাকার মানুষদের আবেগ রয়েছে। আগামীতে সিঙ্গি এলাকায় ভালো করে উন্নয়ন করা যায়, সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে। (East Bardhaman News)
advertisement
উল্লেখ্য, পূর্ব-বর্ধমান জেলার কাটোয়ার সিঙ্গি গ্রামের এক কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন কাশীরাম দাস। পিতার নাম কমলাকান্ত। তাঁর পৈতৃক উপাধি ছিল দেব। কাশীরাম দাস তাঁর কাব্যে বলেছিলেন, গুরু অভিরাম মুখোটির উপদেশেই তিনি কাব্যরচনায় প্রবৃত্ত হন। সেই বাড়িতে আগত কথক ও পণ্ডিতদের মুখে মহাভারতের গল্প শুনে তিনি মহাভারত রচনায় অনুপ্রাণিত হয়েছিলেন।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- সিঙ্গি কাশীরাম দাস স্মৃতি পাঠাগারের সামনে অনুষ্ঠিত হচ্ছে কাশীরাম দাস মেলা  
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement