Purba Bardhaman News: পূর্ব বর্ধমান জেলায় কাজের সুযোগ, অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন এই পদের জন্য
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Purba Bardhaman News: যে ব্যক্তিকে নিয়োগ করা হবে তিনি ‘পিএম পোষন আর্টসহোয়াইল কুকড মিড-ডে মিল প্রোগ্রাম’-এর অধীনে কাজ করবেন।
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ব্লক উন্নয়ন দফতরে রয়েছে কাজের সুযোগ । ইতিমধ্যেই এই বিষয়ে নিয়োগের একটি নোটিশ প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমানের ওয়েবসাইটে ওই নোটিশটি প্রকাশিত হয়েছে। ওই নোটিশ অনুসারে , ‘ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট’ হিসাবে কর্মী নিয়োগ করা হবে।
কেন্দ্র অথবা রাজ্য দফতর থেকে অবসর গ্রহণ করেছেন, এমন সরকারি কর্মীদের নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে। এর জন্য গ্রুপ সি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের ইন্টারভিউ নেওয়া হবে। পূর্বে তত্ত্বাবধান করেছেন অথবা সরকারি দফতরে অ্যাকাউন্টসের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এমন আবেদনকারীদের নিয়োগ করা হবে।
advertisement
advertisement
যে ব্যক্তিকে নিয়োগ করা হবে তিনি ‘পিএম পোষন আর্টসহোয়াইল কুকড মিড-ডে মিল প্রোগ্রাম’-এর অধীনে কাজ করবেন। নিয়োগের জন্য আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা নিরীক্ষণ করে নেওয়া হবে। I যেদিন ইন্টারভিউ হবে সেদিন জীবনপঞ্জি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পেনশনের নথি, শিক্ষাগত যোগ্যতার নথি, বাসস্থানের উপযুক্ত প্রমাণপত্র এবং দু’কপি ছবি সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউতে অংশগ্রহণের জন্যে ওই নথিগুলি দেখাতে হবে।
advertisement
অনূর্ধ্ব ৬৫ বছর বয়সি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এই পদের জন্য ১৯ ডিসেম্বর ইন্টারভিউয়ের দিন ঠিক করা হয়েছে। ওই দিন সকাল ১১টার মধ্যে পূর্ব বর্ধমানের ব্লক উন্নয়ন দফতরের কার্যালয়ে উপস্থিত হতে হবে। বেলা ১২টা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। এই পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য পূর্ব বর্ধমানের ওয়েবসাইটটি দেখতে হবে ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2023 12:13 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: পূর্ব বর্ধমান জেলায় কাজের সুযোগ, অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন এই পদের জন্য