হোম /খবর /পূর্ব বর্ধমান /
পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন গৃহবধূ! চাঞ্চল্য ভাতারে

East Bardhaman News: পোল্ট্রি ফার্মে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৈদ্যুতিক তার! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি গৃহবধূর!

X
মৃতদেহ [object Object]

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, মৃতদেহ নিয়ে বিক্ষোভ স্থানীয়দের

  • Share this:

#পূর্ব বর্ধমান: ভাতারের বিজিপুর গ্রামে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত গৃহবধূ, ক্ষতিপূরণের দাবিতে দেহ রেখে বিক্ষোভ। পূর্ব বর্ধমান জেলার ভাতার বিজিপুর গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ এদিন সকালে, মাঠে গরু, ভেড়া নিয়ে গিয়েছিলেন। সেই সময়ই গ্রামের পাশে থাকা একটি পোল্ট্রি ফার্মে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ওই গৃহবধূ। মৃতার নাম তুলসী দাস, বয়স ৪২ বছর।

স্থানীয়দের অভিযোগ, পোল্ট্রি ফার্মের মালিক শৈলেন দাসের গাফিলতির কারণে এই মৃত্যু ঘটেছে। তিনি পোল্ট্রি ফার্মে এইভাবে বৈদ্যুতিক তার ফেলে রেখেছিলেন। জানা গেছে, পোল্ট্রি ফার্মের মুরগি খেয়ে নেয় কুকুর, শিয়ালে। আর তা বন্ধ করার জন্যই তিনি এই ইলেকট্রিক তার বিছিয়ে রেখেছিলেন। কিন্তু এই ভুলের জন্য প্রাণ গেল ওই গৃহবধূর। ঘটনার জেরে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ওই গৃহবধূর মেয়ে বুল্টি দাস জানান, "আমার মা মারা গেছে, আমার মাকে আর ফিরে পাবো না । কিন্তু ক্ষতিপূরণের দাবিতে আমরা রাস্তায় বসেছি।" তবে পুলিশ সূত্রে খবর, এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Malobika Biswas
Published by:Samarpita Banerjee
First published:

Tags: Bhatar, East Bardhaman, Electrocution