East Bardhaman News: চাষের সময় হঠাৎ পাওয়ার টিলার খারাপ হলে কী করবেন? কৃষকদের দেওয়া হচ্ছে মেকানিকের প্রশিক্ষণ

Last Updated:

চাষ করার সময় অনেক ক্ষেত্রেই কৃষকরা পাওয়ার টিলার সংক্রান্ত বিভিন্ন যান্ত্রিক সমস্যার সম্মুখীন হন। এই প্রশিক্ষণ শিবিরে সেইরকমই বেশ কিছু সমস্যা ও তার সমাধানের উপায় তুলে ধরা হবে। যাতে পাওয়ার টিলারের ছোট খাটো সমস্যার সমাধান চাষি নিজেই করতে পারেন।

+
title=

পূর্ব বর্ধমান: চাষের কাজে ব্যবহৃত পাওয়ার টিলার হঠাৎ খারাপ হয়ে গেলে কীভাবে সারাতে হবে তারই প্রশিক্ষণ দেওয়া হল কৃষকদের। রাজ্য কৃষি দফতরের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল পাওয়ার টিলারের সামান্য যান্ত্রিক ত্রুটির জন্য যেন কৃষিকাজ কোনভাবেই ব্যহত না হয়। মেরামতের টুকটাক কাজ কৃষকরা নিজেরাই সেরে ফেলতে পারেন।
১৩ মার্চ এই শিবির শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। বর্ধমানের এই শিবিরে প্রথম দিন উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (বর্ধমান রেঞ্জ) জয়ন্ত পাল, ডেপুটি এগ্রিকালচার অফিসার (ট্রেনিং) শেখ খাইরুল আলম, ডেপুটি ইঞ্জিনিয়ার রঞ্জন পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (বর্ধমান রেঞ্জ) জয়ন্ত পাল বলেন, চাষ করার সময় অনেক ক্ষেত্রেই কৃষকরা পাওয়ার টিলার সংক্রান্ত বিভিন্ন যান্ত্রিক সমস্যার সম্মুখীন হন। এই প্রশিক্ষণ শিবিরে সেইরকমই বেশ কিছু সমস্যা ও তার সমাধানের উপায় তুলে ধরা হবে। যাতে পাওয়ার টিলারের ছোট খাটো সমস্যার সমাধান চাষি নিজেই করতে পারেন।
advertisement
advertisement
কৃষি দফতরের আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে পাওয়ার টিলার মালিক বা চালক ও কৃষকরা অংশগ্রহণ করেছেন। কারণ কৃষি কাজের সময় তাঁরাই মূলত এই যন্ত্রটি নিয়ন্ত্রণ করেন। ডেপুটি ইঞ্জিনিয়ার রঞ্জন পাত্র বলেন, পাওয়ার টিলারে সমস্যা হলে কোনও মেকানিক বা টেকনিশিয়ান ছাড়াই সেটা কীভাবে তৎক্ষণাৎ ঠিক করবেন, সেটাই এই শিবিরে শেখানো হবে। সাধারন কিছু সমস্যা যেমন নতুন গাড়ি স্টার্ট না নেওয়া। এক্ষেত্রে অনেক সময় তেল চাবি অন না করলে এই সমস্যা হয় । আরও কিছু কিছু সমস্যা যেমন পিকাপ না ওঠা, কালো ধোঁয়া বেরোনো, সাদা ধোঁয়া বেরোনো প্রভৃতি সমস্যা দেখা দেয়। এছাড়াও সিজন শেষে কীভাবে পাওয়ার টিলার অন্য কাজে লাগিয়ে পয়সা উপার্জন করা যাবে সেটাও হাতে-কলমে করে দেখানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: চাষের সময় হঠাৎ পাওয়ার টিলার খারাপ হলে কী করবেন? কৃষকদের দেওয়া হচ্ছে মেকানিকের প্রশিক্ষণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement