নকল ই টিকিট দিয়ে প্রতারণা, বর্ধমান মেডিক্যালে রমরমা কারবার! পুলিশের জালে ১
- Reported by:Saradindu Ghosh
- Published by:Debamoy Ghosh
Last Updated:
শরদিন্দু ঘোষ
বর্ধমান: প্রতারণার কারবার যেন পিছু ছাড়ছে না বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। হাসপাতালে ভর্তির নামে বহু লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল এই মেডিক্যাল কলেজের বিরুদ্ধে। এবার এই মেডিক্যালে কলেজ হাসপাতালে ই-টিকিট জালিয়াতি করে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে।
বর্ধমান মেডিক্যালে কলেজ হাসপাতালে ই টিকিটের জালিয়াতির ঘটনায় এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করা হয়েছ। বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, স্ক্যানার,প্রিন্টার সহ বিভিন্ন সামগ্রী। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম শেখ মিঠু।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরে ডাক্তার দেখানোর জন্য কিউ আর কোড স্ক্যানের মাধ্যমে ই-টিকিট পরিষেবা শুরু করা হয়েছে। ইন্টারনেট ব্যবহার করে যে কোনও রোগী ডাক্তার দেখানোর জন্য আউটডোরের টিকিট করতে পারেন।
advertisement
advertisement
ঘটনার তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ হাসপাতালের সন্নিকটে একটি জেরক্সের দোকান থেকে শেখ মিঠু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পাশাপাশি দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার সহ অন্যান্য সামগ্রী।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ই টিকিটের নাম করে নকল কিউ আর কোড ব্যবহার করে রোগীদের টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছিল। সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কত জনকে ওই নকল কিউ আর কোড দেওয়া হয়েছিল, কত টাকার বিনিময়ে তা দেওয়া হচ্ছিল, এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে ধৃতকে জেরা করা হবে। এলাকায় আর কেউ এই ধরনের কারবারের সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 21, 2023 7:01 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
নকল ই টিকিট দিয়ে প্রতারণা, বর্ধমান মেডিক্যালে রমরমা কারবার! পুলিশের জালে ১










