পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ লাগোয়া নতুনগ্রাম যেন কাষ্ঠশিল্পের এক ভাষ্কর্যভূমি। তাঁদের হাতের কারুকার্যে ফুটে উঠেছে কাঠের তৈরি পেঁচা, গৌর - নিতাই, রাম - সীতা কিংবা দুর্গা ,সরস্বতী সবকিছুই। মূলত ধর্মীয় বা পুরাণ কাহিনীর আধারে তৈরি করা প্রতিটি মূর্তিতেই চোখে পড়ে শিল্পীর স্বভাবসিদ্ধ নান্দনিকতার ছাপ। এই গ্রামে ভাস্কর সম্প্রদায়ের শিল্পীদের হাতেখড়িই হয় ছেনি, বাটালি দিয়ে পুতুল তৈরির মাধ্যমে । বর্তমানে এই গ্রামে প্রায় ৪০ টিরও বেশি পরিবার যুক্ত রয়েছেন এই শিল্পের সঙ্গে। গ্রামে ঢুকলেই চোখে পড়ে, সারি সারি সাজানো কাঠ আর সেই সঙ্গে ভেসে আসে নিরন্তর কাঠ খোদাই এর শব্দ।
আরও পড়ুন: থরে থরে চিকেন ও চিজ ফুচকা! দম্পতি শুরু করলেন ফুচকা পার্লারউল্লেখ্য কেবলমাত্র পুরুষরাই নই গ্রামের গৃহবধূরাও সমান তালে হাত মেলান এই কাজে। গ্রামের অভিজ্ঞ শিল্পী মাধব ভাস্কর জানান কেবলমাত্র পশ্চিমবঙ্গেই নই সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে তাঁদের হাতের কাজ। নিজেদের শিল্প প্রসঙ্গে তিনি জানান, ‘বহু বছর ধরে এই শিল্পকে আঁকড়ে ধরেই আমাদের জীবন জীবিকা অতিবাহিত হচ্ছে।’ যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সৃষ্টিতে নই বরং এখানকার শিল্পীরা বিশ্বাস করেন সনাতনী ঘরানায়। তাই, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হস্তশিল্পের মানচিত্রে নতুনগ্রাম একটি বিশেষ স্থানের অধিকারী।
বনয়ারীলাল চৌধুরীনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Burdwan News