East Burdwan News: পাল্টে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার এর দিনক্ষণ

Last Updated:

East Burdwan News: ৯, ১০ ও ১১ ই ফেব্রুয়ারি যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল বদলে গেল সেই সকল পরীক্ষার দিনক্ষণ।

বদলে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষাসূচী।
বদলে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষাসূচী।
বর্ধমান: পাল্টে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার এর দিনক্ষণ। দেখে নিন কি বদল এলো পরীক্ষার রুটিনে!
বদলে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষাসূচি । বিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো তৃতীয় সেমিস্টারের নতুন পরীক্ষা সূচি। গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয় । যেখানে জানানো হয় আগামী ৯ ই ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হতে চলেছে তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা । ৯ তারিখ অনার্স কোর্সের SEC -1 , ১০ই ফেব্রুয়ারি পাস কোর্সের SEC-1 এবং ১১ ই ফেব্রুয়ারি পাস কোর্সের L2 -1 পেপারের পরীক্ষা হবার কথা ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল
কিন্তু গত ৩ রা ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের তরফের নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে এবং যা চলবে আগামী ৩ রা মার্চ অব্দি । অর্থাৎ ৯, ১০ ও ১১ ই ফেব্রুয়ারি যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল বদলে গেল সেই সকল পরীক্ষার দিনক্ষণ। ওই দিন গুলিতে হচ্ছে না SEC -1 ও L2 - 1 পেপারের পরীক্ষা, তার বদলে ওই পরীক্ষা গুলি হবে যথাক্রমে আগামী ১ লা, ২ রা এবং ৩ রা মার্চ । বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় SEC পেপারটির পরীক্ষা প্রত্যেকের নিজেদের কলেজে অর্থাৎ হোম সেন্টারই হবে।
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: পাল্টে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার এর দিনক্ষণ
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement