হোম /খবর /পূর্ব বর্ধমান /
গপগপিয়ে খাচ্ছেন কাঁচা লাউ-কুমড়ো-আলু, বামাপদর কাণ্ড দেখে চোখ কপালে উঠবে

East Burdwan News: গপগপিয়ে খাচ্ছেন কাঁচা লাউ-কুমড়ো-আলু, বামাপদর কাণ্ড দেখে চোখ কপালে উঠবে

X
দীর্ঘ [object Object]

গত ১৫ বছর ধরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছে বান্দরা গ্রামের বাসিন্দা  বামাপদ গড়াই কাঁচা সবজিই খান, কোনওরকম সমস্যা ছাড়াই

  • Share this:

পূর্ব বর্ধমান, কাটোয়া: গপগপিয়ে এক ব্যক্তি খেয়ে চলেছেন লাউ, কুমড়ো, আলু, বাঁধাকপি- সহ নানা সবজি। ভাবছেন, এ আবার এমন কী? সবজি তো সবাই-ই খায়! কিন্তু এখানেই রয়েছে চমক! সবজিগুলো রান্না করা কিংবা সেদ্ধ নয়। একেবারেই কাঁচা। গত ১৫ বছর ধরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছে বান্দরা গ্রামের বাসিন্দা  বামাপদ গড়াই কাঁচা সবজিই খান, কোনওরকম সমস্যা ছাড়াই। বছর ষাটেকের এই ব্যক্তির কাণ্ডকারখানায় হতবাক শহরবাসী।

এই অদ্ভুত স্বভাবের জন্য গোটা শহরবাসী  বামাপদ গড়াইকে এক ডাকে চেনে। তাঁর খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সবজি, তবে সবই কাঁচা অবস্থায়। বামাপদবাবুর ব্রেকফ্রাস্ট থেকে শুরু করে ডিনার, সবই চলে বিভিন্ন রকমের কাঁচা সবজি দিয়ে।

বামাপদ গড়াই পেশায় একজন সবজি বিক্রেতা। নিত্যদিন কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকায় সকাল থেকে বসেন সবজি নিয়ে। বিক্রির পাশাপাশি নিজেও খেতে থাকেন বিভিন্ন রকমের কাঁচা সবজি। বামাপদ সকালের দিকে আলুটাই বেশি খান। দু’তিনটে আলুতেই ব্রেকফাস্ট হয়ে যায় তাঁর। বেলা বাড়লে অল্প কিছুটা কুমড়ো বা লাউ খেয়ে নেন। দুপুরের আগে বাঁধাকপি খান বেশ কিছুটা। তারপর হাতের কাছে যা সবজি পান, তাই খান। সন্ধ্যার দিকে খুব বেশি খান না। লাউ, কুমড়া, বাঁধাকপি অল্প করে খেয়ে নেন। সব মিলিয়ে সারাদিনে প্রায় সাত থেকে আট কেজি কাঁচা সবজি খাওয়া হয়ে যায় বলে জানিয়েছেন বামাপদ।

বামাপদ আরও জানান , ” কাঁচা সবজির টিফিন আমি বারো মাসই করি, যখন যে সবজি ওঠে তখন সেই সবজি খাই। মোটামুটি বছর ১৫ ধরে এই কাঁচা সবজি খাচ্ছি। কাঁচা সবজি খাওয়ার ফলে শরীরে কোনওরকম অসুবিধা হয় না।”

শুধুমাত্র এই কাঁচা সবজি খেয়েই শহরবাসীর কাছে পরিচিত নন বামাপদ । তাঁর আরও একটি প্রতিভা রয়েছে। তিনি বিভিন্ন রকম পশুপাখির আওয়াজ করতে পারেন, যাকে এক কথায় বলে হরবোলা। বক পাখি থেকে শুরু করে কুকুর, কোকিল , শূকর থেকে বাঘ-সিংহ… সবেরই ডাক ডাকতে পারেন বামাপদ।

গত ১৫ বছর ধরে কাঁচা সবজি খেয়ে আসছেন বামাপদ গড়াই । কাঁচা সবজি খাওয়া এবং পশুপাখির আওয়াজ করার জন্য কলকাতা, দুর্গাপুর-সহ বিভিন্ন শহরে ইতিমধ্যে একাধিক শো-ও করেছেন তিনি।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: East Burdwan