ভেঙে পড়ে রয়েছে কাঠের সেতু! যাতায়াতে বিপজ্জনক রেলপথ ভরসা, সারাইয়ের টাকা নেই পঞ্চায়েতের ঘরে! বিস্ফোরক কেতুগ্রাম  

Last Updated:

ঈশানী নদীর উপর থাকা কাঠের ব্রিজ ভেঙে পড়ায় যাতায়াতে ভরসা বিপজ্জনক রেলপথ। ক্ষোভে ফুঁসছেন কেতুগ্রামের লোকজন।

+
ঈশানী

ঈশানী নদী পারাপারের সেতুটি ভেঙে পড়েছে বন্ধ যাতায়াত

কেতুগ্রাম,পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ মাত্র কয়েক ফুটের কাঠের একটি সেতু ভেঙে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। অথচ সেই সেতুই ছিল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ নম্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের গোমাই গ্রামের ঈশানী নদী পারাপারের অন্যতম পথ। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে গোমাই ও আশেপাশের অম্বলগ্রাম, বেলুন, শিবলুন গ্রামের মানুষজনের যাতায়াতে নেমেছে ভোগান্তির পাহাড়। এই সেতুটি ঈশানি নদীর উপরে তৈরি করা হয়েছিল কাঠ দিয়ে। তবে গত এক বছরেরও বেশি সময় আগে এটি ভেঙে পড়েছে। বর্তমানে ভাঙা অবস্থায় সেতুটি এখন জলের তলায়। সেই থেকে আজও মেরামতি বা নতুন সেতু নির্মাণের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বন্ধ হয়ে গিয়েছে দুই পাড়ের সরাসরি সংযোগ।
গোমাই গ্রামের এক বাসিন্দা আনন্দ দাস বলেন, “আমাদের যাতায়াত করতে খুব অসুবিধা হয়। আমরা চরম সমস্যায় রয়েছি। সেতু সারাই হলে আমাদের অনেক সুবিধা হবে। এখন প্রয়োজনে অনেকটা ঘুরে যাতায়াত করতে হয়।”
আরও পড়ুনঃ জলের তলায় স্বাস্থ্যকেন্দ্র! পৌঁছতে পারছে না রোগী, পরিষেবা সচল রাখতে নতুন ফন্দি পঞ্চায়েতের
এই পরিস্থিতিতে দুই পাড়ের মানুষজনের একাংশ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রেল ব্রিজ ব্যবহার করে যাতায়াত করছেন। এই পথ অত্যন্ত বিপজ্জনক। তবুও প্রয়োজনে ঝুঁকি নিতেই হচ্ছে। স্কুলের পড়ুয়াদেরও এই রেলপথ ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন সময়। অন্যদিকে, অনেকেই প্রয়োজনের তাগিদে বিকল্প ঘুরপথে কয়েক কিলোমিটার পেরিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছচ্ছেন। কিন্তু সেই পথ দীর্ঘ ও কষ্টসাধ্য। ফলে সমস্যা আরও বাড়ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফাঁকা সময়ে টিভি, সিরিয়াল নয়! বর্ধমানের গ্রাম্য মহিলারা করছেন এসব কাজ, আসছে গোছা গোছা টাকা
এই সেতু ব্যবহার করে গোমাই গ্রামের মানুষজন প্রায়ই যাতায়াত করতেন নিকটবর্তী স্টেশন, স্বাস্থ্যকেন্দ্র, বাজার ও অন্যান্য জরুরি পরিষেবার জন্য। আবার অম্বলগ্রাম, বেলুন ও শিবলুন গ্রামের বাসিন্দারাও এই সেতু ব্যবহার করে পৌঁছতেন ব্যাঙ্ক, থানা-সহ বিভিন্ন কাজকর্মে।
advertisement
বর্তমানে সরাসরি সংযোগ বিচ্ছিন্ন থাকায় এই সব পরিষেবা গ্রহণ করতে সমস্যায় পড়ছেন বহু মানুষ। নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য উজ্জ্বল কুমার দাস বলেন, “এই সেতু তৈরি করার জন্য পঞ্চায়েতের কাছে পর্যাপ্ত টাকা নেই। তবে এই বিষয়ে আমাদের বিধায়ক সাহেবকে জানিয়েছি। উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা। যাতে এটার ব্যবস্থা হয় উনিও চেষ্টা করছেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত ও প্রশাসনের কাছে বহুবার আবেদন করা হয়েছে। তাঁদের পক্ষ থেকে আশ্বাস মিলেছে, এমনকি সেতুর মাপ নিতেও লোক এসেছিলেন। কিন্তু বাস্তবে আজও কাজ শুরু হয়নি। আশ্বাস ছাড়া মেলেনি কোনও স্থায়ী সমাধান।
বিভিন্ন স্কুলপড়ুয়া, প্রবীণ নাগরিক, অসুস্থ মানুষ ও কর্মজীবীরা প্রতিদিন এই সেতু না থাকায় সমস্যায় পড়ছেন। স্থানীয়দের দাবি, ঈশানী নদীর উপর একটি স্থায়ী, পাকা সেতু না হলে এই দুর্ভোগ মিটবে না। তাঁরা চাইছেন, অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিক।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
ভেঙে পড়ে রয়েছে কাঠের সেতু! যাতায়াতে বিপজ্জনক রেলপথ ভরসা, সারাইয়ের টাকা নেই পঞ্চায়েতের ঘরে! বিস্ফোরক কেতুগ্রাম  
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement