East Bardhaman News: দিনে আয় ৫০০ টাকা, জরিমানা ১,৪০০ টাকা! মাথায় হাত টোটোচালকদের

Last Updated:

East Bardhaman News: বর্ধমান স্টেশন চত্বর টোটো চালকদের থেকে উঠে এল নতুন অভিযোগ।

অভিযোগ বিনা কারণে করা হচ্ছে লাঠিচার্জ 
অভিযোগ বিনা কারণে করা হচ্ছে লাঠিচার্জ 
পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে ব্যাপক হারে বেড়েছে টোটোর সংখ্যা। শহরের প্রত্যেক প্রান্ত ভরে গেছে টোটোতে। যানজট এড়াতে এমত অবস্থায় বর্ধমান পৌরসভা ও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। ঠিক করে দেওয়া হচ্ছে টোটো পার্কিং এর জায়গাও। কিন্তু এবার বর্ধমান স্টেশন চত্বর টোটো চালকদের থেকে উঠে এল নতুন অভিযোগ।
তাঁদের অভিযোগ, প্যাসেঞ্জার নামাতে গিয়ে একটু এধার-ওধার হলেই ফাইন করছে আরপিএফ, করা হচ্ছে লাঠিচার্জ । এমত অবস্থায় টোটো চালকদের উপর আরপিএফদের জুলুমবাজিতে চাঞ্চল্য ছড়ায় বর্ধমান স্টেশনে। বর্ধমান রেলওয়ে স্টেশন চত্তরে টোটো চালকদের ওপর আরপিএফ জুলুমবাজির অভিযোগে বিক্ষোভ দেখায় টোটো চালকরা। টোটো চালকদের অভিযোগ প্যাসেঞ্জার নামাতে গেলেই ১৪০০ টাকা করে ফাইন করছে আরপিএফ, এমন কি ফাইন নিয়ে দেওয়া হচ্ছে না কোনও বিল।
advertisement
advertisement
এছাড়াও টোটো চালকরা জানাচ্ছেন তাদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে বিনা কারণে। এমত অবস্থায় আরপিএফ দেখলেই টোটো চালকরা পালাতে গিয়ে দুর্ঘটনা এর সম্মুখীন হচ্ছেন। তাঁদের দাবি সারাদিন খেটে ৫০০ টাকা রোজগার নেই, আমরা ১৪০০ টাকা ফাইন কীভাবে দেব। অবশেষে সমস্ত ঘটনা শ্রমিক ইউনিয়নের লিডার ইফতিকার আহমেদকে জানানোর পরে বর্ধমান ষ্টেশন চত্তরে জমায়েত হয় টোটো ইউনিয়নের সদস্যরা।
advertisement
টোটো ইউনিয়নের পক্ষ থেকে কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয় এবং তাঁদের দাবি এই জুলুমবাজি কোনরকম মানা যাবে না এবং কোন রকম টাকা ফাইন দেওয়া যাবে না।
advertisement
শ্রমিক ইউনিয়ন নেতা ইফতেখার আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা বর্ধমান রেলস্টেশন চত্বরে চলছে বলে জানতে পেরেছি। যারা স্থায়ী স্টাফ আছেন তারা সেরকম কিছু করেনা, কিন্তু নতুন যে আরপিএফরা আসছেন, তাঁরাই এরকম করছেন। আরও জানান যে পার্কিং এ গাড়ি লাগানো থাকলেও হঠাৎ এসে তারা টোটো চালকদের উপর লাঠিচার্জ শুরু করছেন। এমত অবস্থায় নাজেহাল হয়ে পড়েছেন টোটো চালকরা।
advertisement
Bonoarilal Chowdhury
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: দিনে আয় ৫০০ টাকা, জরিমানা ১,৪০০ টাকা! মাথায় হাত টোটোচালকদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement