East Bardhaman News: ডেঙ্গি ঠেকাতে বিডিও'র পর রাস্তায় নামলেন জেলাশাসক! তারপর যা হল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক জায়গায় পৌঁছে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার পথে নামলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক
পূর্ব বর্ধমান: ডেঙ্গি সংক্রমণ রুখতে এবং ডেঙ্গি সম্পর্কে মানুষকে সচেতন করতে বিডিওর পর এবার রাস্তায় নামলেন খোদ জেলাশাসক। সদ্য পূর্ব বর্ধমানের জেলাশাসক হয়ে এসেছেন পূর্ণেন্দু কুমার মাঝি। দায়িত্বভার গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই তাঁকে এবার অগ্রণী ভূমিকায় দেখা গেল। বাংলার অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমানেও ডেঙ্গি সংক্রমণ হু হু করে বাড়ছে। এই অবস্থায় জেলাশাসক রাস্তায় নেমে আমজনতাকে ডেঙ্গির বিপদ সম্পর্কে সচেতন করলেন।
তাঁর এমন ভূমিকা প্রসঙ্গে পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি জানান, পূর্বস্থলী-১, ২ ও কাটোয়া-১, ২ এবং আমাদের কালনা-১, ২ এই ব্লকগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাই সবাইকে সতর্ক ও সচেতন করতে তিনি রাস্তায় নেমেছেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে জেলাশাসক বলেন, বাজারে প্রত্যেকে নোংরা আবর্জনা জমিয়ে রেখে দিয়েছে নজরে পড়ল। সেটা দেখে দ্রুত দোকানদারদের নোংরা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।
advertisement
advertisement
এদিন জেলাশাসক বেশ কিছু ডেঙ্গি আক্রান্তের বাড়িতে যান। পূর্বস্থলীস-২ ব্লকের পারুলিয়া, পারুলিয়া বাজার এবং সৎসংলগ্ন এলাকায় থাকা ডেঙ্গি আক্রান্তদের বাড়িতে হঠাৎই হাজির হয়ে যান জেলাশাসক। পাশাপাশি পারুলিয়া বাজার এলাকায় থাকা দোকানদারদের যত্রতত্র ময়লা এবং প্লাস্টিক ফেলে রাখার জন্য ধমকও দেন।
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 12:59 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ডেঙ্গি ঠেকাতে বিডিও'র পর রাস্তায় নামলেন জেলাশাসক! তারপর যা হল