Purba Bardhaman: প্রচন্ড গরমে সিএবি পরিচালিত ক্রিকেট লিগ নিয়ে চরম বিতর্ক

Last Updated:

একদিকে যখন গোটা রাজ্য জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত সেই সময় খোদ সিএবি পরিচালিত অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৯ বছরের ক্রিকেট লিগ চলছে। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক।

পূর্ব বর্ধমান: একদিকে যখন গোটা রাজ্য জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত সেই সময় খোদ সিএবি পরিচালিত অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৯ বছরের ক্রিকেট লিগ চলছে। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। চলতি সপ্তাহের বুধবারই এই তাপপ্রবাহের জেরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। খোদ নবান্ন থেকে নির্দেশিকা জারি করে প্রয়োজন ছাড়া দুপুরে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সেখানে কীভাবে সিএবি পরিচালিত সকাল ১০টা থেকে চারটে পর্যন্ত ক্রিকেট লিগ চলছে তা নিয়ে সরব হয়েছেন ক্রিকেট প্রেমীরা। বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার রানীর মাঠে চলছে ক্রিকেট লিগ। তাই এই মাঠে চলতে থাকা অনুর্ধ ১৯ ক্রিকেট লিগকে সাময়িক বন্ধ রাখার আবেদন জানালো জেলা যুব কংগ্রেস। এদিন জেলাশাসক তথা বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সভাপতির কাছে স্মারকলিপি দিয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে এই খেলা বন্ধ করার আবেদন জানানো হয়েছে। জেলা মহিলা কংগ্রেস নেত্রী কুমকুম ঘোষ জানিয়েছেন, যেভাবে প্রখর রোদেই এই ক্রিকেট লিগ চলছে তাতে যেকোনো সময়েই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি জানিয়েছেন, বিডিএসের কাছে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও নেই। এমতবস্থায় কেউ আচমকা অসুস্থ হলে তা ভয়ংকর পরিস্হিতি ধারণ করতে পারে। তাই অবিলম্বে এই খেলা বন্ধ করা হোক। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খেলা বন্ধ রাখার আবেদন জানান তিনি। এদিন বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পীরদাস মণ্ডল জানিয়েছেন, শুক্রবার থেকে তাঁরা এই অনুর্ধ লিগকে দু মে পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি জানিয়েছেন, তাঁরা বন্ধ করলেও সিএবি এখনও খেলা চালিয়ে যাচ্ছে। হুগলীতে অনুর্ধ ১৬-র লিগর খেলা চলছে। বর্ধমানেও শুরু হতে চলেছে সিএবি পরিচালিত অনুর্ধ ১৯-এর খেলা। তবুও উদ্ভূত পরিস্থিতির জন্য তাঁরা শুক্রবার থেকে দুই মে পর্যন্ত খেলা বন্ধ রেখেছেন।
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: প্রচন্ড গরমে সিএবি পরিচালিত ক্রিকেট লিগ নিয়ে চরম বিতর্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement