East Bardhaman News: রেশনের চাল খেয়ে অসুস্থ হওয়ার ভয় পাচ্ছেন স্থানীয়রা, কারণ শুনলে আঁৎকে উঠবেন
Last Updated:
উল্লেখ্য, রেশন নিয়ে নানা রকম অভিযোগ নতুন কিছু নয়। জেলায় এর আগেও বহুবার রেশন দুর্নীতি সামনে এসেছে। রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
#পূর্ব বর্ধমান: ফের রেশনের চালে প্লাস্টিক চাল! যা নিয়ে আতঙ্কিত এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমো এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার বাসিন্দাদের দাবি, রেশনের চালের মধ্যে দেওয়া হচ্ছে প্লাস্টিকের চাল, যা খেলে তারা অসুস্থ হয়ে যেতে পারেন এমনটাও আশঙ্কা প্রকাশ করছেন তারা। "চাল দিলে ভাল চাল দিক, আর না হলে চাল দেওয়ারই দরকার নেই। তবে খাওয়ার অযোগ্য চাল দেওয়া কি উচিৎ?" প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অবিলম্বে ভাল চাল দেওয়া হোক দাবি করছেন স্থানীয়রা। ভাল চাল না দেওয়া হলে রেশন দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা ।
আরও পড়ুন Siliguri News: ভয়ঙ্কর লাম্পি ভাইরাস! কী এই রোগ থাবা বাসাচ্ছে? জানুন
এ দিকে এ বিষয়ে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কৈবর্ত জানান, "এটি আসলে ফরটিফায়েড চাল এই চাল খেলে কারও কোনও অসুবিধা হবে না। এটা পুষ্টিকর চাল। আগামী দিনে এই চালই চাষ হবে জেলায়। ফলে এটা কোনও প্লাস্টিক চাল না"।
advertisement
আরও পড়ুন Siliguri News: NJP স্টেশন থেকে ট্রেনযাত্রায় যেন জ্যাকপট পাবেন যাত্রীরা! এতাই ভাল এই খবর
উল্লেখ্য, রেশন নিয়ে নানা রকম অভিযোগ নতুন কিছু নয়। জেলায় এর আগেও বহুবার রেশন দুর্নীতি সামনে এসেছে। রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি এবার প্লাস্টিক চাল দেওয়া হচ্ছে এই নিয়েও অভিযোগ উঠেছে অনেক জায়গায়। সরকারের দেওয়া রেশন সামগ্রী পাল্টে দেওয়া হচ্ছে। নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে এমন অভিযোগও আকছার ওঠে। ফলে প্রশাসনের উচিত সমগ্র ব্যাপার খতিয়ে দেখে প্রকৃত সত্য তাদের কাছে তুলে ধরা, এমনটাই দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
December 09, 2022 6:22 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: রেশনের চাল খেয়ে অসুস্থ হওয়ার ভয় পাচ্ছেন স্থানীয়রা, কারণ শুনলে আঁৎকে উঠবেন