East Burdwan News: বাথরুমের জলভর্তি বালতিতে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:NABAKUMAR ROY
Last Updated:
কোনভাবে জলভর্তি বালতির মধ্যে পড়ে যায় শিশুটি। কয়েক মিনিট পর তার এক পরিজন বাথরুমে ঢুকে তার মাথা বালতির ভেতর এবং ছোট্ট দুই পা উপরের দিকে উঠে থাকা অবস্থায় দেখতে পায়।
পূর্ব বর্ধমান: খেলতে খেলতে বাথরুমের জল ভর্তি বালতির মধ্যে ডুবে মৃত্যু হল বছর দেড়েকের শিশুর। এই মর্মান্তিক ঘটনাটি মন্তেশ্বরের। মৃত শিশুর নাম জুয়েনা রাফা খাতুন। তাকে তড়িঘড়ি জল ভর্তি বালতি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বনপুর গ্রামে বাড়ি মৃত শিশুটির। সূত্রের খবর, সকালে মা সংসারের কাজ করছিল। সেই সময় খেলতে খেলতে সে হঠাৎ চোখের আড়ালে চলে যায়। জুয়েনা রাফা খাতুন নামে ছোট্ট শিশুটি এরপর জল ঘাঁটার জন্য বাথরুমে ঢুকে পড়ে। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, সে খুব জল ঘাঁটতে ভালবাসত। সেই সময়ই কোনভাবে জলভর্তি বালতির মধ্যে পড়ে যায়। কয়েক মিনিট পর তার এক পরিজন বাথরুমে ঢুকে শিশুটির মাথা বালতির ভেতর এবং ছোট্ট দুই পা উপরের দিকে উঠে থাকা অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাকে ওই বালতি থেকে তুলে মন্তেশ্বর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
ছোট্ট জুয়েনার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তার পরিজনরা। তার মা বুকফাটা বিলাপ করতে থাকেন। এদিকে শিশুটির অস্বাভাবিক মৃত্যু হওয়ায় নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য তার দেহ বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 6:23 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: বাথরুমের জলভর্তি বালতিতে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর