East Bardhaman News: কাটোয়ার তৈরি চন্দ্রযান-৩ হিট গোটা দেশে
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
চন্দ্রযান ৩ টি-শার্ট ব্যাপক হিট সারা ভারতে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৈরি হয়েছে এই সাড়া ফেলে দেওয়া টি-শার্ট
পূর্ব বর্ধমান: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো চন্দ্রযান ৩ নিয়ে চর্চা পাড়ার চায়ের ঠেক থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই হচ্ছে। সেই চন্দ্রযানের সাফল্যের আবেগ, উচ্ছাস এবার ধরা পড়ল পোশাকেও। তৈরি হচ্ছে চন্দ্রযান-৩ লেখা ও চন্দ্রযান-৩ এর ছবি আঁকা টিশার্ট। সেই সঙ্গে লেখা থাকছে ‘উই আর প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান’!
চন্দ্রযান-৩ থিমের তৈরি এমন পোশাক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। রাজ্যের সর্বত্রই জনপ্রিয় হয়ে উঠেছে এই টিশার্ট। যা তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। এখানকার এক টি শার্ট ডিজাইনিং কোম্পানি তৈরি করছে এই বিশেষ ধরনের পোশাক। অনলাইনে এবং অফলাইন উভয় মাধ্যমেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে কাটোয়ার তৈরি চন্দ্রযান-৩ গেঞ্জি।
advertisement
advertisement
এমন একটি থিমের উপর টি শার্ট তৈরি প্রসঙ্গে সংস্থার মালিক রিপন দেবনাথ বলেন, চন্দ্রযান আমাদের দেশের গর্ব। আমাদের এই বিষয়টা খুবই ভাল লেগেছে। এছাড়াও আমরা সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। যে ট্রেন্ডিং নিউজগুলো থাকে বা ট্রেনডিং ঘটনাগুলি থাকে সেগুলিকে কভার করে আমরা টি-শার্ট এবং তার উপর ডিজাইন করে আমাদের ওয়েবসাইটে লাইভ করি। এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। চন্দ্রযান যেহেতু একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং গর্বের ব্যাপার তাই সেইটা ফুটিয়ে তুলেছি আমরা। যা ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
advertisement
২১-এর বিধানসভা ভোটের সময় এই সংস্থারই তৈরি ‘খেলা হবে’ টি-শার্ট ব্যাপক হিট হয়। কাটোয়ার সংস্থার তৈরি এই টি-শার্ট সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে দেশের রাজধানী দিল্লিতে। পশ্চিমবঙ্গেও ভাল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা। সামনেই ১৫ অগস্ট। ফলে এই বিশেষ ডিজাইনের টি-শার্টের চাহিদা আরও বাড়বে বলে ওই সংস্থার আশা। চাইলে আপনিও নিতে পারেন এই টি-শার্ট।
advertisement
যোগাযোগ- ৯৯৩২৯৩৩১৮৭
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 01, 2023 10:11 PM IST









