East Bardhaman News: চলতি মরশুমে কেমন হল ধানের ফলন? কৃষি দফতরই বা কী বলছে? জানুন..

Last Updated:

চলতি বছরের ফলন ভালো হয়েছে বোরো ধানের। যদিও আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে সামান্য রং নষ্ট হবে ধানের

বোরো ধান, ফাইল চিত্র 
বোরো ধান, ফাইল চিত্র 
#পূর্ব বর্ধমান: 'অশনি' আতঙ্কের মাঝে স্বস্তির খবর। বাংলার শষ্য গোলা হিসাবেই পরিচিত পূর্ব বর্ধমান জেলা। রাজ্যজুড়ে উৎপাদিত ধানের সিংহভাগ আসে এই জেলা থেকেই (East Bardhaman News)। পশ্চিমবঙ্গের সর্বত্র সমান ধান উৎপাদন হয় না। জেলা হিসেবে পূর্ব বর্ধমানে ধান উৎপাদন সর্বাধিক। এখানে আমন ও বোরো, এই দু প্রকারের ধান চাষই লক্ষ্য করা যায়। মূলত আমন ও বোরো ধান চাষ হয়ে থাকে পূর্ব বর্ধমানে। বর্ষাকালীন ধান হল আমন, যা এই জেলায় ৩লক্ষ ৮০ হাজার হেক্টর জমিতে চাষ হয়। অন্যদিকে, বোরো ধান চাষ হয় শীতকালে, ১ লক্ষ ৭০ হাজার হেক্টর জমিতে। কৃষি প্রধান জেলা হওয়ায় জেলার বেশিরভাগ মানুষই চাষবাসের উপর নির্ভরশীল। তাই জেলার সব কটি ব্লকেই চাষ হয়ে থাকে।
বর্তমানে চাষ হচ্ছে বোরো ধানের। আবহাওয়ার খামখেয়ালিপনায় এবছর বোরো ধান চাষ পড়েছে সমস্যার মুখে। তবে এবছর বোরো ধান চাষ ভালোই হয়েছে বলে মনে করছেন কৃষি দফতরের আধিকারিকরা(East Bardhaman News)। চলতি বছরে বোরো ধান চাষ হয়েছে ১ লক্ষ ৬০ হাজার হেক্টর জমিতে। ইতিমধ্যে ৬৫ শতাংশ ধান কাটাও হয়ে গিয়েছে।
এ বিষয়ে কৃষি অধিকর্তা আশীষ কুমার বারুই বলেন, "চলতি বছরে বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। যদিও আবহাওয়া পরিবর্তনের জেরে একটু সমস্যায় পড়তে হয়েছিল চাষিদের। তবে সব বাধা কাটিয়ে বেশ ভালোভাবেই বোরো ধান চাষ হয়েছে জেলায়। আবহাওয়ার পরিবর্তন হয়েছে, ফলে অন্যান্য চাষের ক্ষেত্রে বিশেষত আলুর ক্ষতি হয়েছে বেশ কিছুটা। ঠিক একইভাবে ধান চাষেও ক্ষতি হয়েছে।"
advertisement
advertisement
এবছর বোরো ধানের রং-টা একটু নষ্ট হতে পারে বলেও আশঙ্কা কৃষি দফতরের। বোরো ধান চাষ হয়েছে ১লক্ষ ৬০ হাজার হেক্টর জমিতে। ৬৫ শতাংশ ধান কাটা হয়ে গিয়েছে জমি থেকে। কম্বাইন্ড হার্ভেস্টার বা ধান কাটার ও ঝাড়ার যন্ত্র দ্বারা ফসল কাটা হয়েছে ৭৯,৫৫৫ হেক্টর এলাকায়। এ বছর হারভেস্টারের সংখ্যা অর্থাৎ যন্ত্র চালিত ধান কাটা ঝারার মেশিন রয়েছে ৬৩৮ টি। এক সপ্তাহের মধ্যেই বাকি সমস্ত জমির বোরো ধান কাটা হয়ে যাবে বলে মনে করছেন কৃষি দফতরের আধিকারিকরা।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: চলতি মরশুমে কেমন হল ধানের ফলন? কৃষি দফতরই বা কী বলছে? জানুন..
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement