হোম /খবর /পূর্ব বর্ধমান /
বিপুল পরিমাণ বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ 

East Bardhaman News- ভাতারের রাজীপুর ও এরুয়া গ্রামে উদ্ধার বিপুল পরিমাণে বোমা 

X
title=

বিপুল পরিমাণ বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পূর্ব বর্ধমান : ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার পূর্ব বর্ধমানে। জেলার ভাতারের রাজীপুর ও এরুয়ায় উদ্ধার হল বোমা। এই বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকা ঘিরে রেখেছে ভাতার থানার পুলিশ। ভাতারের এরুয়া গ্রামের ভাষাপাড়া শ্মশান এর একটি প্রতীক্ষালয়ে দুটি জার, একটি থলি ও একটি বস্তার মধ্যে থেকে উদ্ধার হল এই বিপুল পরিমাণ বোমা। রাজীপুরে ২২ টি ও এরুয়ার থেকে ১৮ টি বোমা উদ্ধার হয় বলে জানায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, এরপর খবর দেওয়া হয় বোম স্কোয়াড কে। তারা এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে।স্থানীয় বাসিন্দারা জানান, বারবার বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হওয়ায় তারা আতঙ্কে রয়েছে। স্থানীয় বাসিন্দা সৌরভ গোস্বামী বলেন, "কাছে যাওয়ার সাহস তো হয় নি। দূর থেকেই বুঝলাম বোমা রাখা আছে। পুলিশ এসেছে। এভাবে বার বার বোমা উদ্ধার এর খবর পেয়ে আতঙ্কিত সকলে।"

উল্লেখ্য, বগটুই কান্ডের পর বেআইনিভাবে মজুত অস্ত্রসস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশ পেতেই অস্ত্রভান্ডারের সন্ধানে রাজ্য জুড়ে লাগাতার অভিযান শুরু করে দিয়েছে পুলিশ। প্রতিদিনই উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক। চলতি সপ্তাহের সোমবার মঙ্গলবারের পর এদিনও অর্থাৎ বুধবারও উদ্ধার হল বোমা। রাজীপুর ও এরুয়া গ্রামে উদ্ধার হল বোমা। সব মিলিয়ে আতঙ্কে আছেন ভাতারের বাসিন্দারা। আতঙ্কিত জেলাবাসীও। Malobika Biswas
Published by:Samarpita Banerjee
First published:

Tags: Bhatar, East Bardhaman