Purba Bardhaman: সরকারি শংসাপত্র পাচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ভোগ

Last Updated:

সর্বমঙ্গলা মন্দিরের ভোগ পাবে রাজ্য খাদ্য সুরক্ষা দফতরের শংসাপত্র। সব দিক খতিয়ে দেখে পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ভোগকে দেওয়া হচ্ছে শংসাপত্র।

+
title=

#পূর্ব বর্ধমান : সর্বমঙ্গলা মন্দিরের ভোগ পাবে রাজ্য খাদ্য সুরক্ষা দফতরের শংসাপত্র। সব দিক খতিয়ে দেখে পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ভোগকে দেওয়া হচ্ছে শংসাপত্র। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই বর্ধমান সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের হাতে চলে আসবে শংসাপত্র। মন্দিরের বিতরণ করা ভোগের রান্না করা, জলের ব্যাবস্থা, পরিচ্ছন্নতা, পরিবেশ এই সমস্ত দিক বিচার করেই এই শংসাপত্র দিচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা দফতর। এই সার্টিফিকেট পাওয়ার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে সর্বমঙ্গলা মন্দির। আর এই তালিকায় রয়েছে কাটোয়ার ক্ষেপি মা মন্দির এবং বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ভোগ।
যদিও শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। বর্ধমানের সর্বমঙ্গলার মন্দিরে প্রতিদিন বহু মানুষ আসেন পুজো দিতে। ভক্তরা সংগ্রহ করেন ভোগ। কুপনের ভিত্তিতেই মন্দির চত্বরেই বসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। অনেকে আবার ভোগ নিয়ে যান বাড়িতেও। প্রতিদিন দুপুর সাড়ে ১২ টায় ভোগ বিতরণ করা হয় এখানে। ঢাকের শব্দে কূপুন নিয়ে হাজির হন ভক্তরা। এরপরই ভোগ দেওয়া হয় ভক্তদের।
advertisement
আরও পড়ুনঃ শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন প্রাথমিক ও হাইমাদ্রাসার দুই শিক্ষক
ইতিমধ্যেই রাজ্য খাদ্য সুরক্ষা দফতরের তরফে পরিদর্শন করে গিয়েছে সর্বমঙ্গলা মন্দির। মন্দিরে ভোগের জায়গা পরিদর্শন করেন তাঁরা, এছাড়াও জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যান তাঁরা। ফলে এখন শংসাপত্র পাওয়া শুধুই সময়ের অপেক্ষা । তাই এখন শংসাপত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে সর্বমঙ্গলা মন্দিরের সদস্যরা। আর এই শংসাপত্র পাওয়ায় খুশি মন্দিরে আসা ভক্তরাও, খুশি বর্ধমানবাসী।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: সরকারি শংসাপত্র পাচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ভোগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement