Bardhaman News | Durga-Puja-Feature-2022 : ২০০ বছর আগের জল এখনও আছে ঘটে! বর্ধমানের এই দুর্গাপুজোর কাহিনি রাজ আমলের!
- Published by:Piya Banerjee
Last Updated:
Bardhaman News | District Durga Puja 2022 :প্রায় ২০০ বছরের পুরনো এই মন্দিরে আজও রাজ আমলের নিয়ম মেনে হয়ে আসছে দুর্গা পুজো। জানুন
#পূর্ব বর্ধমান: মহারাজা তেজচাঁদ মহাতাব নির্মাণ করেছিলেন মন্দির। বর্ধমান রাজবাড়ির কাছেই সোনাপট্টির লক্ষী নারায়ণ জিউ মন্দিরের পাশেই নতুন গঞ্জে রয়েছে রাধাবল্লব জিউ মন্দির । এই মন্দিরটি তৈরি করেছিলেন তিনি। লক্ষী নারায়ণ জিউ মন্দিরের পাশাপাশি এই রাধাবল্লব জিউ মন্দিরেও পূজিত হন দেবী দুর্গা । প্রায় ২০০ বছরের পুরনো এই মন্দিরে আজও রাজ আমলের নিয়ম মেনে হয়ে আসছে দুর্গা পুজো ।
লক্ষী নারায়ণ জিউ মন্দিরে পটে পুজো হলেও রাধাবল্লব মন্দিরে পুজো হয় একচালা মূর্তিতেই। যা প্রতিষ্ঠিত মহারাজা তেজচাঁদ মহাতাবের আমলে । মূর্তি পরিবর্তন না হলেও মাঝে মধ্যে রং পরে মূর্তিতে। শুধু মূর্তি নয়। ঘটও ২০০ বছরের পুরনো। সেই ঘটই আজও রয়েছে দেবীর সামনে। রাজার আমলে যে ঘট প্রতিষ্ঠা হয়েছিল আর তাতে যে জল দেওয়া হয়েছিল। ঠিক সেই জলই ঘটে রয়েছে এখনও । আর আশ্চর্যের বিষয় এত বছর হয়ে গেছে তবে ঘটের জল এখনও সচ্ছ। এমনটাই বলছেন মন্দিরের প্রধান পুরোহিত।
advertisement
advertisement
এই মন্দিরে শুধুই দুর্গা পুজো হয় না। রাধা গোবিন্দ, জগন্নাথ বলরাম সুভদ্রা , শিব , কালির পুজো হয় এখানে । নিত্য পুজো হয় মন্দিরে ভোগের ব্যবস্থাও থাকে । দেবী দুর্গাও এখানে নিত্য পুজো পান। যদিও বহু বছর ধরে রাধাবল্লব জিউ মন্দির সংস্কারের অভাব ছিল । তবে বর্তমানে সংস্কার হয়েছে মন্দির। ফলে জামজমোক বাড়ছে দুর্গা পুজোর আয়োজনে । প্রায় কয়েক বছর ধরেই জাকজমোক সহকারেই মন্দিরে দেবীর আরাধনা । রাজ আমলের নিয়ম অনুযায়ী আজও প্রতিপদে ঘটে বর্তমান রাজার নামে দেওয়া হয় এক 'কুশি' জল। এরপর শুরু হয় পুজো । সপ্তমী, অষ্টমী, নবমীতে বলি দেওয়া হয় । চালকুমড়া বলি হয় মন্দিরে। এরপর নবমীতে হোম যজ্ঞ হয় । দশমীতে অপরাজিত পুজোর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে শারদ উৎসবের ।
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
September 08, 2022 5:42 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News | Durga-Puja-Feature-2022 : ২০০ বছর আগের জল এখনও আছে ঘটে! বর্ধমানের এই দুর্গাপুজোর কাহিনি রাজ আমলের!
