#বর্ধমান: ব্যবসায় প্রতারিত হয়ে আত্মহত্যার চেষ্টা শহর বর্ধমানের ব্যবসায়ী অনিমেষ কোনারের। ভারতীয় অ্যাপ ইন্ডিয়া স্মার্ট এর মাধ্যমে প্রতারিত, প্রতারক শুদুর মুম্বাইয়ের ব্যবসায়ী নারায়ণ থংরাজ নদর। জানা গিয়েছে, ব্যবসার সূত্র ধরে একটি অ্যাপের মাধ্যমে শহর বর্ধমানের ওই ব্যবসায়ী অনিমেষ কোণারের সঙ্গে পরিচয় হয় সুদূর মুম্বাই নিবাসী ব্যাবসায়ী নারায়ণ থংরাজ নগর।
ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে যোগাযোগ করেছিলেন মুম্বাইয়ের ব্যবসায়ী নারায়ণ থংরাজ নদরের সঙ্গে। প্রথম দফায় স্বল্প টাকার বিনিময়ে গ্রসারি পাঠাবেন বলে স্থির হয় এবং তারপর মুম্বইয়ের ব্যবসায়ী সেই সামগ্রী পাঠিয়েও দেন।তারপর সেই বিশ্বাস অর্জনের পর তিনি একটা বড় অংকের টাকা চান অবশ্যই সামগ্রীর বিনিময়। এরপর বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে সামগ্রী দেননি অনিমেষ বাবুকে। যোগাযোগও বন্ধ করে দেন মুম্বাইয়ের ব্যবসায়ী নারায়ান।
আরও পড়ুন: কমছে স্লিপার, বাড়ছে এসি কোচ! বাড়তে চলেছে রেলযাত্রার খরচ
আর তাতেই বর্ধমান শহরের ব্যবসায়ী অনিমেষবাবু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বর্ধমান সদর থানার সঙ্গে যোগাযোগ করেন। থানায় অভিযোগ দায়েরও করেন তিনি। এবং বর্ধমান সদর থানা সেই সময় কোনওরকম যোগাযোগ না রাখায় বা কোন সহযোগিতা না করায় তিনি আরও ভেঙে পড়েন এবং পাওনাদারদের কাছ থেকেও চাপ আসতে থাকে। এরইমধ্যে তিনি এক প্রকার হতাশায় ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
আরও পড়ুন: গোটা দেশের মতো স্কুলের বার্ষিক পরীক্ষা মার্চেই হবে, জম্মু-কাশ্মীর সরকারের নয়া সিদ্ধান্ত
এনিয়ে সন্দেহ হতেই স্থানীয় বাসিন্দারা ও অনিমেষ কোনারের বাড়ির সদস্যরা তাকে নিয়ে যান হাসপাতালে। তিনি চিকিৎসাধীন থাকেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ অধিকারিকরা আসেন হাসপাতালে। ঘটনার তদন্ত করার আশ্বাস দেন তাঁরা। যদিও আপাতত বাড়ি ফিরেছেন অনিমেষ কোণার। তবে চোখে মুখে এখনও হতাশার চাপ রয়েছে ওই অসহায় ব্যাবসায়ী অনিমেষ কোণারের।
মালবিকা বিশ্বাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman news, Suicide Attempt