East Bardhaman News: মুম্বই থেকে অ্যাপে প্রতারণা, ব্যবসায় ঠকে গিয়ে আত্মহত্যার চেষ্টা বর্ধমানের ব্যবসায়ীর 

Last Updated:

ব্যবসায় প্রতারিত, আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর। 

+
আত্মহত্যার

আত্মহত্যার চেষ্টা বর্ধমানের ব্যবসায়ীর

#বর্ধমান: ব্যবসায় প্রতারিত হয়ে আত্মহত্যার চেষ্টা শহর বর্ধমানের ব্যবসায়ী অনিমেষ কোনারের। ভারতীয় অ্যাপ ইন্ডিয়া স্মার্ট এর মাধ্যমে প্রতারিত, প্রতারক শুদুর মুম্বাইয়ের ব্যবসায়ী নারায়ণ থংরাজ নদর। জানা গিয়েছে, ব্যবসার সূত্র ধরে একটি অ্যাপের মাধ্যমে শহর বর্ধমানের ওই ব্যবসায়ী অনিমেষ কোণারের সঙ্গে পরিচয় হয় সুদূর মুম্বাই নিবাসী ব্যাবসায়ী নারায়ণ থংরাজ নগর।
ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে যোগাযোগ করেছিলেন মুম্বাইয়ের ব্যবসায়ী নারায়ণ থংরাজ নদরের সঙ্গে। প্রথম দফায় স্বল্প টাকার বিনিময়ে গ্রসারি পাঠাবেন বলে স্থির হয় এবং তারপর মুম্বইয়ের ব্যবসায়ী সেই সামগ্রী পাঠিয়েও দেন।তারপর সেই বিশ্বাস অর্জনের পর তিনি একটা বড় অংকের টাকা চান অবশ্যই সামগ্রীর বিনিময়। এরপর বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে সামগ্রী দেননি অনিমেষ বাবুকে। যোগাযোগও বন্ধ করে দেন মুম্বাইয়ের ব্যবসায়ী নারায়ান।
advertisement
আরও পড়ুন: কমছে স্লিপার, বাড়ছে এসি কোচ! বাড়তে চলেছে রেলযাত্রার খরচ
আর তাতেই বর্ধমান শহরের ব্যবসায়ী অনিমেষবাবু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বর্ধমান সদর থানার সঙ্গে যোগাযোগ করেন। থানায় অভিযোগ দায়েরও করেন তিনি। এবং বর্ধমান সদর থানা সেই সময় কোনওরকম যোগাযোগ না রাখায় বা কোন সহযোগিতা না করায় তিনি আরও ভেঙে পড়েন এবং পাওনাদারদের কাছ থেকেও চাপ আসতে থাকে। এরইমধ্যে তিনি এক প্রকার হতাশায় ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: গোটা দেশের মতো স্কুলের বার্ষিক পরীক্ষা মার্চেই হবে, জম্মু-কাশ্মীর সরকারের নয়া সিদ্ধান্ত
এনিয়ে সন্দেহ হতেই স্থানীয় বাসিন্দারা ও অনিমেষ কোনারের বাড়ির সদস্যরা তাকে নিয়ে যান হাসপাতালে। তিনি চিকিৎসাধীন থাকেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ অধিকারিকরা আসেন হাসপাতালে। ঘটনার তদন্ত করার আশ্বাস দেন তাঁরা। যদিও আপাতত বাড়ি ফিরেছেন অনিমেষ কোণার। তবে চোখে মুখে এখনও হতাশার চাপ রয়েছে ওই অসহায় ব্যাবসায়ী অনিমেষ কোণারের।
advertisement
মালবিকা বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: মুম্বই থেকে অ্যাপে প্রতারণা, ব্যবসায় ঠকে গিয়ে আত্মহত্যার চেষ্টা বর্ধমানের ব্যবসায়ীর 
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement