Bardhaman News: বর্ধমান ডেন্টাল কলেজে এসব কী ঘটল? শেষে কিনা এসির তার? জানলে চমকে যাবেন
- Reported by:BONOARILAL CHOWDHURY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Bardhaman News: কী অবস্থা! এমন ঘটনাও ঘটতে পারে! জানুন
পূর্ব বর্ধমান: বর্ধমান ডেন্টাল কলেজে ঘটলো অবাক করা কাণ্ড । যা শুনলে আপনিও অবাক হবেন। একই সঙ্গে চুরি ১১ টি এসির তার । ডেন্টাল কলেজে ১১টি এসির তার চুরি যাওয়ার জেরে সমস্যার মধ্যে ডাক্তাররা। ওটিতে এসি ছাড়াই চলছে ঝুঁকিপূর্ণ অপারেশন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ডেন্টাল কলেজে। এদিন এখানে একসঙ্গে প্রায় ১১ টি এসির কপার তার সহ আরও বেশ কিছু সামগ্রী চুরি হয়ে যায়। চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই সামগ্রিগুলি চুরি হওয়ার জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। অপারেশন থিয়েটারে অপারেশন করার সময় এসি না থাকায় চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রোগীদের। যা নিয়ে রীতিমত চিন্তায় রয়েছেন বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের ডাক্তাররা। এই প্রসঙ্গে ডাক্তার আমরাদুল হক জানান,
পেশেন্টেরা সেন্সলেস হয়ে গেলে তার দায় কে নেবে ? আরও জানান যে চোরেরা সিসিটিভি ক্যামেরার তার পর্যন্ত কেটে দিয়েছে । আমরা চাইছি পুনরায় এসি গুলোকে সঠিকভাবে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। এবং আরো বলেন যদি আমরা যৌথভাবে চেষ্টা করি তাহলে আসল দোষীকে ধরা সম্ভব ।
advertisement
অপারেশন করার সময় ঠান্ডা পরিবেশ হওয়া দরকার অথচ অপারেশন ঘরে সেই জায়গা থেকে জীবনের ঝুঁকি নিয়ে ছুরি – কাঁচি চালাতে হচ্ছে ডাক্তারদের। এখানে প্রতিনিয়ত বিভিন্ন চুরির ঘটনা ঘটে বলে জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তারা অভিযোগ জানানো সত্ত্বেও প্রতিদিন এই ভাবেই চুরির ঘটনা ঘটে চলেছে তারা আরও জানিয়েছেন সিসিটিভি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে গিয়েছে। এমত অবস্থায় তারা যাতে পরবর্তী সময়ে তাদের কাজ সুষ্ঠভাবে পরিচালনা করতে পারে এবং চিকিৎসা করতে পারে সেই ব্যাপারেও নিশ্চিত হওয়ার দাবি রেখেছেন।
advertisement
Bonoarilal Chowdhury
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 24, 2023 8:23 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: বর্ধমান ডেন্টাল কলেজে এসব কী ঘটল? শেষে কিনা এসির তার? জানলে চমকে যাবেন







