East Bardhaman News: সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে স্কুলে সচেতনতামূলক ক্যাম্প

Last Updated:

সেফ ড্রাইভ সেভ লাইফ এর মধ্য দিয়ে খণ্ডঘোষ গার্লস হাইস্কুলে সচেতনতামূলক ক্যাম্প পুলিশের

#পূর্ব বর্ধমান : 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এর মধ্য দিয়ে খণ্ডঘোষ গার্লস হাইস্কুলে একটি সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করলেন খণ্ডঘোষ থানার পুলিশ (Safe Drive Save Life)। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দু জানা, খণ্ডঘোষ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং খণ্ডঘোষ গার্লস হাই স্কুলের শিক্ষিকারা ও বিদ্যালয়ের ছাত্রীরা (East Bardhaman News)। এদিনের সচেতনতামূলক ক্যাম্প থেকে খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা গার্লস হাই স্কুলের ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বাইক চালানোর সময় অতি অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে , বাড়ির অন্যান্য সদস্যরা বাইক নিয়ে যখন বের হবেন তাদেরকেও হেলমেট পরার জন‍্য পরামর্শ দিতে হবে এবং পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে হবে, পাশাপাশি নিজেকেও সচেতন থাকতে হবে।
এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, ১৮ বছর বয়সের আগে কোন ছাত্রী বিবাহ করতে পারবে না, যদি কোন নাবালিকা ছাত্রী লুকিয়ে বিয়ে করে নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যদি কোন নাবালিকা ছাত্রীর পরিবার জোরপূর্বক বিয়ে দিয়ে দেয় তাহলে সেই নাবালিকা ছাত্রী খণ্ডঘোষ থানার পুলিশ ও খণ্ডঘোষ ব্লক প্রশাসনকে বিষয়টি জানাতে পারে। পুলিশ প্রশাসন সর্বদা তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সচেতনতামূলক ক্যাম্প শেষে, ক্যাম্পে উপস্থিত প্রত্যেকটি ছাত্রীর হাতে একটি করে খাতা ও পেন তুলে দেন খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা। খণ্ডঘোষ থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকারা(East Bardhaman News)।
advertisement
স্কুলের শিক্ষিকা সুভদ্রা সরকার বলেন, "খুব সুন্দর উদ্যোগ খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকদের। মেয়েদের বোঝানো হল ১৮ বছরের নীচে কেউ চার চাকাগাড়ির লাইসেন্স পাবে না। এছাড়াও মেয়েরা যাতে অল্প বয়সে বিয়ে না করে সে বিষয়েও সতর্ক করেন। ছাত্রীদের বলা হয় এই সমস্ত নির্দেশ তারা যেন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেয়।" এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে স্কুলে সচেতনতামূলক ক্যাম্প
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement