Purba Bardhaman: রক্ত বন্ধ করতে কানে এমসিল আঠা! হাতুড়ের কেরামতিতে কানের পর্দা নষ্ট হল কাটোয়ার যুবকের

Last Updated:

পেশায় গাড়ি চালক শ্যামল প্রামাণিক বুধবার দুপুরে স্থানীয় সিঙ্গি মোড় বাসস্ট্যান্ডের এক হাতুড়ের কাছে কান পরিষ্কার করিয়েছিলেন।

এভাবেই আঠা দিয়ে ওই যুবকের কানের ছিদ্র আটকে দেওয়া হয়।
এভাবেই আঠা দিয়ে ওই যুবকের কানের ছিদ্র আটকে দেওয়া হয়।
রণদেব মুখোপাধ্যায়, কাটোয়া: শেষ পর্যন্ত সরকারি হাসকান পরিষ্কার করাতে হাতুড়ের শরণাপন্ন হয়েছিলেন যুবক৷ আর তা করতে গিয়েই কান থেকে শুরু হয় রক্তপাত৷ রক্ত বন্ধ করতে গিয়ে শেষ পর্যন্ত যুবকের কানে আঠা ঢেলে দিল অভিযুক্ত! পাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করে আঠা বের করতে পারলেও ওই যুবকের কানের পর্দা নষ্ট হয়ে গিয়েছে৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়৷ অভিযুক্তের খোঁজ শুরু করেছে ওই যুবকের পরিবার এবং গ্রামবাসীরা৷  পেশায় গাড়ি চালক শ্যামল প্রামাণিক বুধবার দুপুরে স্থানীয় সিঙ্গি মোড় বাসস্ট্যান্ডের এক হাতুড়ের কাছে কান পরিষ্কার করিয়েছিলেন। অত্যাধিক খোঁচাখুঁচি করায় শ্যামলের কান থেকে রক্ত বের হতে থাকে। হাতুড়ে শ্যামলের কান থেকে রক্ত পড়া বন্ধ করতে 'এমসিল' আঠা কানের ছিদ্রে লাগিয়ে দিয়েছে বলে শ্যামল বাবুর স্ত্রী সঞ্চিতা প্রামাণিক দাবি করেন।
advertisement
advertisement
সঞ্চিতা দেবী আরও বলেন, শ্যামল বাবুকে হাতুড়ে বলেছিল এই ওষুধে কান থেকে রক্ত পড়া বন্ধ হবে এবং কিছুক্ষণ পর এটা নিজে থেকে খুলে যাবে। তখন অবশ্য ওই হাতুড়ে বলেনি সে কানে আঠা লাগিয়ে দিয়েছে৷
advertisement
কিন্তু সিঙ্গি মোড় থেকে গাড়ি নিয়ে কয়েক কিলোমিটার দূরে নিজের বাড়ি কোয়ারা গ্রামে ফিরে শ্যামল বাবু অসুস্থ হয়ে পড়েন। কানের অসহ্য যন্ত্রণা মাথায় ছড়িয়ে পড়ে জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। আজ সকালে শ্যামল প্রামাণিককে তাঁর আত্মীয়রা গ্রাম থেকে এনে কাটোয়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
advertisement
শ্যামল প্রামাণিককে দেখেই চিকিৎসকদের সন্দেহ হয় যে কিছু একটা শক্ত পদার্থ তাঁর কানে ঢুকে আছে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা বুঝতে পারেন এটা 'এমসিল' জাতীয় শক্তিশালী আঠা। সাধারণত জলের পাইপের ছিদ্র বন্ধ করতে এই ধরনের আঠা ব্যবহার করা হয়। চিকিৎসক ভাস্করজ্যোতি বর্মন বলেন, 'শ্যামলবাবুর প্রচুর ক্ষতি হতে পারত। বাড়ির লোক সময়ে নিয়ে এসেছে বলে তিনি বেঁচে গেলেন। তবে কানের পর্দা নষ্ট হয়ে গিয়েছে। তিন মাসস পর কানের পর্দার অস্ত্রোপচার করে তা প্রতিস্থাপন করা হবে।'
advertisement
অভিযুক্তের পরিচয় এখনও জানতে পারেননি শ্যামলবাবুর পরিবারের সদস্যরা৷ শ্যামলবাবু কিছুটা সুস্থ হয়ে উঠলেই তা হয়তো জানা সম্ভব৷ শ্যামল বাবুর স্ত্রী হাসপাতালে দাঁড়িয়ে বলেন, সেই হাতুড়েকে খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: রক্ত বন্ধ করতে কানে এমসিল আঠা! হাতুড়ের কেরামতিতে কানের পর্দা নষ্ট হল কাটোয়ার যুবকের
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement