Purba Bardhaman Durga Puja 2022 II বড়শুলের অন্নদাপল্লীর এই বছরের থিম আম আঁটির ভেঁপু
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে সকলে। থিমের পুজো গুলির মধ্যে চলছে টক্কর। কে হবে দর্শনার্থীদের বিচারে সেরা। কোন মণ্ডপ নজর কাড়বে দর্শনার্থীদের। পূর্ব বর্ধমান জেলার শহরকেন্দ্রিক পুজো গুলো নজর কাড়ে সকলের।
#পূর্ব বর্ধমান : দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে সকলে। থিমের পুজো গুলির মধ্যে চলছে টক্কর। কে হবে দর্শনার্থীদের বিচারে সেরা। কোন মণ্ডপ নজর কাড়বে দর্শনার্থীদের। পূর্ব বর্ধমান জেলার শহরকেন্দ্রিক পুজো গুলো নজর কাড়ে সকলের। তেমনি শহর লাগোয়া বড়শুলের দুর্গাপুজোও দৃষ্টি আকর্ষণ করে দর্শনার্থীদের। বড়শুলে প্রবেশ করলেই পরপর তিনটি নামকরা পুজোর মধ্যে একটি হল অন্নদাপল্লীর দুর্গা পুজো। এই অন্নদাপল্লী পুজো কমিটি প্রতিবছরই নতুন চমক দেয় সকলকে। আর এবারও তার ব্যতিক্রম হল না।
অন্নদাপল্লীর এ বছরের পুজোর থিম আম আঁটির ভেঁপু। মূলত অপু ও তার দিদির ছোটবেলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মন্ডপে। অপুর দিদি দুর্গা তার খেলার সঙ্গী। গ্রামের সহজ-সরল পরিবেশে আর অতি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এই দুই ভাই বোনের খেলা করা, দিদির সঙ্গে ঝড়ের দিনে আম কুড়োনো , শরতের কাশবনের দীর্ঘ মাঠ পেরিয়ে রেলগাড়ি দেখা এই সমস্ত চিত্রই তুলে ধরা হবে মণ্ডপে।
advertisement
আরও পড়ুনঃ জাগরণী ক্লাবের পুজো মন্ডপে পুরুলিয়ার পরিবেশ
এছাড়াও চরম দরিদ্রর মধ্যেও কী ভাবে সুখ খুঁজে নিতে হয়, কার্যত এই বার্তা দিতেই এ বছরের থিম 'আম আঁটির ভেঁপু' বলেই জানান থিমমেকার। থিমমেকার ভীতিভূষণ মণ্ডল বলেন, এবছরের থিম 'আম আঁটির ভেঁপু' । যেহেতু অন্নদাপল্লী গ্রাম্য পরিবেশ, তাই এই থিমের চিন্তাভাবনা করা হয়েছে। এছাড়াও হতদরিদ্রতার মধ্যেও কীভাবে সুখ খুঁজে পাওয়া যায় সেই বার্তা দিতে এই 'আম আঁটির ভেঁপু' কে পুজোর থিমে আনা হয়েছে ।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
October 01, 2022 6:39 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman Durga Puja 2022 II বড়শুলের অন্নদাপল্লীর এই বছরের থিম আম আঁটির ভেঁপু