Purba Bardhaman Durga Puja 2022 II জাগরণী ক্লাবের পুজো মন্ডপে পুরুলিয়ার পরিবেশ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। যদিও এখন এই দুর্গোৎসব শুধুমাত্রই বাঙালিতেই সীমাবদ্ধ নেই। দুর্গোৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে সকলে। তাই দুর্গোৎসবকে ঘিরে মেতে উঠেছে বর্ধমানবাসী।
#পূর্ব বর্ধমান : বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। যদিও এখন এই দুর্গোৎসব শুধুমাত্রই বাঙালিতেই সীমাবদ্ধ নেই। দুর্গোৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে সকলে। তাই দুর্গোৎসবকে ঘিরে মেতে উঠেছে বর্ধমানবাসী। আট থেকে আশি সকলে। মন্ডপে মন্ডপে ভিড় দর্শনার্থীদের। বর্ধমান জেলার নামকরা বড়ো পুজো গুলির মধ্যে অন্যতম হল বড়শুল জাগরণী ক্লাবের পুজো। দীর্ঘ ৩৫ বছর ধরে দুর্গা পুজোর মণ্ডপ সজ্জা দেখিয়ে নিজেদের একটা জায়গা করে নিয়েছেন তারা। আর সেই ধারা বজায় রেখে এবছরও দর্শনার্থীদের চমক দিতে থিমের পুজো করছে এই ক্লাব।
তাদের এ বছরের থিম 'নহে সামান্য ছৌ অনন্যা'। পুরুলিয়ার ছৌকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে শুকনো ডাল পালা তাল পাতা, ভুট্টার খোসা, কাস ফুলের ঘাস এই সমস্ত কিছু দিয়েই সাজানো হচ্ছে মণ্ডপ। কার্যত পুরুলিয়ার পরিবেশকে তুলে ধরা হয়েছে এখানে। শুধু মণ্ডপ সজ্জায় অভিনবত্ব আছে তা নয়। দেবীর গহনাতেও রয়েছে অভিনবত্ব। দুর্গা , সরস্বতী, লক্ষ্মী সকল দেব দেবীর গহনাই আসছে পুরুলিয়ার চোরিদা গ্রাম থেকে গহনা তৈরি হয়েছে 'ড্রাই ফুল' দিয়ে। ইতিমধ্যেই বাংলার দুর্গা পুজো কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে।
advertisement
advertisement
এছাড়া 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজে অফ হিউম্যানিটি’-র প্রতিনিধিত্বমূলক তালিকায় নাম উঠেছিল পুরুলিয়ার এই লোকসংস্কৃতির। এই বিষয়কে সম্মান জানাতেই এই 'নহে সামান্য ছৌ অনন্যা' থিমের চিন্তা ভাবনা করেছে এই পুজো কমিটি। এছাড়াও পুরুলিয়ার মৌসুমী চৌধুরী যিনি সমাজের তথাকথিত নিয়ম ভেঙ্গে ছৌ নৃত্য করার সাহস যুগিয়েছিলেন। অন্যান্য মেয়েদেরও ভরসা দিয়েছেন তিনি। এই মৌসুমীকে সম্মান জানাতে চেয়ে এই থিমের ভাবনা বলেই জানা গিয়েছে।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
October 01, 2022 4:29 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman Durga Puja 2022 II জাগরণী ক্লাবের পুজো মন্ডপে পুরুলিয়ার পরিবেশ