East Burdwan News: পুজোর আগে তাঁতের শাড়ি বানিয়ে চলেছেন, এদিকে বিক্রি নেই! অবসাদে এ কী করলেন মহিলা তাঁতশিল্পী

Last Updated:

East Burdwan News: দুর্গাপুজোতে তাঁতের বরাত না পাওয়ায় এবং তাঁতের শাড়ির সেই চাহিদা না থাকার জেরে অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা তাঁতশিল্পী।

+
চিন্তায়

চিন্তায় পড়েছেন তাঁত শিল্পীরা 

পূর্ব বর্ধমান, পূর্বস্থলী: পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চলে তাঁত শিল্পের চল রয়েছে। যাদের মধ্যে অন্যতম কয়েকটি জায়গা হল পূর্বস্থলী, কেতুগ্রাম, ঘোড়ানাশ। সারাবছর এই অঞ্চলগুলিতে বিভিন্ন ধরনের নিত্য নতুন তাঁত শিল্পের কাজ হয়ে থাকে। আর যা পাড়ি দেয় রাজ্য, দেশীয় এমনকি আন্তর্জাতিক স্তরেও। তবে এই তাঁতশিল্প নিয়েই এক ভিন্ন ঘটনা সামনে এল।
মাসকয়েক পরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। যে উৎসবের সঙ্গে যুক্ত থাকে অসংখ্য মানুষের রুজি রোজগার। সেই রকমই দুর্গাপুজোকে ঘিরে অধিক ব্যবসার স্বপ্ন দেখেন তাঁত ব্যবসায়ীরাও। ফলে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে তাঁত ঘরগুলিতে। বাংলার তাঁতশিল্পে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেন বাড়ির মহিলারাও। কিন্তু দুর্গাপুজোতে তাঁতের বরাত না পাওয়ায় এবং তাঁতের শাড়ির সেই চাহিদা না থাকার জেরে অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা তাঁতশিল্পী।
advertisement
advertisement
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর এক নম্বর ব্লকের হাটসিমলা এলাকায়। মৃত মহিলার নাম সরস্বতী বসাক (৬৫)। জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে তাঁতের শাড়ি বিক্রি না হওয়ায় চিন্তাগ্রস্ত হয়ে আত্মঘাতী তিনি। এই প্রসঙ্গে নেপাল বসাক নামে এক তাঁত শিল্পি বলেন, ‘‘বর্তমানে মেশিনের তাঁত আসায় চাহিদা নেই হাতে বোনা তাঁতের শাড়ির। মেশিনের তৈরি শাড়িরও সেই রকম চাহিদা নেই। সকলেই ঋণ নিয়ে মেশিন করে ব্যাবসা করি। সকলের ঘরেই প্রচুর পরিমাণে তাঁতের শাড়ি জমে আছে। মাত্র কয়েক মাস পর পূজো, কিন্তু বিক্রি নেই।’’
advertisement
মৃতার পরিজনেরা জানাচ্ছেন, কয়েক মাস পর পুজো, কিন্তু ঘরে শাড়ি থাকলেও তার কোনও বিক্রি নেই। ফলে ব্যবসায় আর্থিক মন্দা দেখা দিয়েছে। যে কারণেই ওই মহিলা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। এদিন কালনা মহকুমা হাসপাতালে মৃতার ময়নাতদন্ত করা হয়। এর পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: পুজোর আগে তাঁতের শাড়ি বানিয়ে চলেছেন, এদিকে বিক্রি নেই! অবসাদে এ কী করলেন মহিলা তাঁতশিল্পী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement