East Bardhaman News: চলন্ত অবস্থায় বাসের স্প্রিং ভেঙ্গে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ৪০

Last Updated:

এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। ঘটনাকে ঘিরে একপ্রকার শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

+
title=

#পূর্ব বর্ধমান: এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলে পূর্ব বর্ধমানের কাটোয়ায় । ঘটনাকে ঘিরে একপ্রকার শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। উল্লেখ্য, কাটোয়া ভায়া পাঁচুন্দি রুটের একটি যাত্রীবাহী বাস ননগর মোড়ে একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। সূত্র মারফত জানা গিয়েছে, চলন্ত অবস্থায় বাসের স্প্রিং ভেঙ্গে উল্টে যায় বাসটি। এই দুর্ঘটনার জেরে প্রায় ৪০ জন যাত্রী আহত হন। শেষ পরা খবর অনুযায়ী এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে ও তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের উদ্ধার করতে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠান তারা। ঘটনাকে ঘিরে গোটা এলাকার মধ্যে এক প্রকার থমথমে পরিবেশ সৃষ্টি হয়।
advertisement
প্রসঙ্গত, দুর্ঘটনার সংখ্যা কমাতে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার চলছে অভিযান। রাজ্যের সমস্ত জেলায় সেফ ড্রাইভ, সেভ লাইফ এর প্রচার চালানো হচ্ছে। পুলিশ - প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মানুষকে সচেতন করা হচ্ছে নিরাপদে চলাচল করার জন্য। তারপরেও বারবার বেপরোয়া গতির গতিবিধি ও অসাবধানতার কারণে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। প্রশাসনের তরফ থেকে এতখানি প্রচেষ্টার পরেও মানুষের মধ্যে সচেতনতার প্রভাব কবে দেখতে পাওয়া যাবে সেই দিকেই তাকিয়ে সমাজের একাংশ।
advertisement
মালবিকা বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: চলন্ত অবস্থায় বাসের স্প্রিং ভেঙ্গে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ৪০
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement