ভয় পেয়ে, ভিডিও তুললেন প্রিয়াঙ্কা চোপড়া !

Last Updated:

খবু ভয় পেয়েছেন পিগি চপস ! ভয় পেয়ে একেবারে কাঁপতে কাঁপতে তুললেন ভিডিও ৷ আর জানালেন, ‘ফোনটা খুঁজেই পাচ্ছিলাম না ৷ তারপর যখন খুঁজে পেলাম, তখন দেখি ফোনে চার্জ নেই ৷ এবার কী করি ? খুব ভয়ে পেয়ে গিয়েছিলাম ৷’

#মুম্বই: খবু ভয় পেয়েছেন পিগি চপস ! ভয় পেয়ে একেবারে কাঁপতে কাঁপতে তুললেন ভিডিও ৷ আর জানালেন, ‘ফোনটা খুঁজেই পাচ্ছিলাম না ৷ তারপর যখন খুঁজে পেলাম, তখন দেখি ফোনে চার্জ নেই ৷ এবার কী করি ? খুব ভয়ে পেয়ে গিয়েছিলাম ৷’
প্রিয়াঙ্কার কথায়, বেশ কিছুদিন ধরে তিনি ভুগছেন ‘নোমোফোবিয়া’ রোগে ৷ ফোন হারিয়ে ফেললে, কিংবা ফোন অকেজো হয়ে পড়লে, বহু মানুষই ভোগেন এই রকম রোগে ৷ ফোন নিয়ে প্যানিকও শুরু করেন বহু লোক ৷ সেই রকমই এক রোগে আক্রান্ত হয়েছেন প্রিয়াঙ্কা ৷ পিগির কথায়, ‘তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে !’
advertisement
তবে শুধু প্রিয়াঙ্কাই নয়, অজয় দেবগণও নাকি বহুবার আক্রান্ত হয়েছেন এই মানসিক রোগে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভয় পেয়ে, ভিডিও তুললেন প্রিয়াঙ্কা চোপড়া !
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement