ভয় পেয়ে, ভিডিও তুললেন প্রিয়াঙ্কা চোপড়া !
Last Updated:
খবু ভয় পেয়েছেন পিগি চপস ! ভয় পেয়ে একেবারে কাঁপতে কাঁপতে তুললেন ভিডিও ৷ আর জানালেন, ‘ফোনটা খুঁজেই পাচ্ছিলাম না ৷ তারপর যখন খুঁজে পেলাম, তখন দেখি ফোনে চার্জ নেই ৷ এবার কী করি ? খুব ভয়ে পেয়ে গিয়েছিলাম ৷’
#মুম্বই: খবু ভয় পেয়েছেন পিগি চপস ! ভয় পেয়ে একেবারে কাঁপতে কাঁপতে তুললেন ভিডিও ৷ আর জানালেন, ‘ফোনটা খুঁজেই পাচ্ছিলাম না ৷ তারপর যখন খুঁজে পেলাম, তখন দেখি ফোনে চার্জ নেই ৷ এবার কী করি ? খুব ভয়ে পেয়ে গিয়েছিলাম ৷’
প্রিয়াঙ্কার কথায়, বেশ কিছুদিন ধরে তিনি ভুগছেন ‘নোমোফোবিয়া’ রোগে ৷ ফোন হারিয়ে ফেললে, কিংবা ফোন অকেজো হয়ে পড়লে, বহু মানুষই ভোগেন এই রকম রোগে ৷ ফোন নিয়ে প্যানিকও শুরু করেন বহু লোক ৷ সেই রকমই এক রোগে আক্রান্ত হয়েছেন প্রিয়াঙ্কা ৷ পিগির কথায়, ‘তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে !’
advertisement
তবে শুধু প্রিয়াঙ্কাই নয়, অজয় দেবগণও নাকি বহুবার আক্রান্ত হয়েছেন এই মানসিক রোগে ৷
advertisement
Hey @sonamakapoor this is what I've 'learned' to fear! It ain't for the faint hearted!!!! #fearvsneerja pic.twitter.com/OneeAsO10P
— PRIYANKA (@priyankachopra) February 8, 2016
Location :
First Published :
February 09, 2016 6:03 PM IST

