নিকের জন্য ‘আইফা’ বাতিল করলেন প্রিয়াঙ্কা !

Last Updated:

১০ বছরের ছোট মার্কিন বয়ফ্রেন্ড নিক জোনসের জন্য নাকি ‘আইফা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়াই বাতিল করে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ অন্তত বলিপাড়ায় শোনা যাচ্ছে এমনই কানাঘুষো ৷

#মুম্বই: এই না হলে ভালবাসা !
১০ বছরের ছোট মার্কিন বয়ফ্রেন্ড নিক জোনসের জন্য নাকি ‘আইফা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়াই বাতিল করে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ অন্তত বলিপাড়ায় শোনা যাচ্ছে এমনই কানাঘুষো ৷
প্রথমে শোনা গিয়েছিল, নিকের সঙ্গেই নাকি ‘আইফা’তে পা রাখবেন দেশি গার্ল ৷ মঞ্চ মাতাতেও সম্ভবত একইসঙ্গে হাজির হতেন নতুন এই লভ বার্স ৷ কিন্তু সমস্ত আগ্রহে আপাতত ঠান্ডা জল ৷ কারণ বয়ফ্রেন্ডের জন্যা ‘আইফা’ যাওয়াই বাতিল করলেন ‘কোয়ান্টিকো’র নায়িকা ৷ শোনা গিয়েছে, ‘আইফা’ আয়োজকদের সঙ্গে নাকি অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে কিছু মতান্তর তৈরি হয়েছে ৷ সেই কারণেই ‘আইফা’ থেকে মন ঘুরিয়েছেন পিগি চপস ৷
advertisement
advertisement
বছর খানেক আগে অবশ্য এমনই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিকের সঙ্গে দেখা হয়েছিল প্রিয়াঙ্কার ৷ ২০১৭-র মেট গালা-তে একই ব্র্যান্ডের পোশাক পরে একসঙ্গে হেঁটেছিলেন নিক-প্রিয়াঙ্কা ৷ এরপর থেকেই ঘনিষ্ঠতার শুরু ৷ এরপর বন্ধুত্ব বাড়তে থাকে ৷ গভীর হয় সম্পর্কও ৷ নিকের পরিবারের অনুষ্ঠান হোক বা আউটিং, সব জায়গায় একসঙ্গে দেখা মিলেছে এই যুগলের ৷
advertisement
আর এখন তো লস অ্যাঞ্জেলস থেকে নিক-প্রিয়াঙ্কার নতুন ঠিকানা মুম্বই ৷ কারণ মা মধু চোপড়ার সঙ্গে অফিসিয়ালি সাক্ষাৎ করাতে বয়ফ্রেন্ডকে দেশে নিয়ে এসেছেন নায়িকা ৷ শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার ১০০ কোটির নতুন বাংলোয় প্রবেশের দিন হবু স্বামী নিকও থাকবেন পাশে ৷ তবে কোন দেশে তাঁরা পাকাপাকিভাবে থাকবেন সে সম্বন্ধে অবশ্য জানা যায়নি ৷
advertisement
মেট গালা-তে নিক-প্রিয়াঙ্কা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷ মেট গালা-তে নিক-প্রিয়াঙ্কা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিকের জন্য ‘আইফা’ বাতিল করলেন প্রিয়াঙ্কা !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement