টিপ টিপ বর্ষা পানির নাচে উত্তাপ ছড়ালেন প্রিয়াঙ্কা-পরিনীতি! দেখুন ভিডিও
Last Updated:
বম্বে টু গোয়া ৷ এইভাবে ছুটি কাটাচ্ছেন চোপড়া সিসটার্স ৷ মুম্বই মনসুন এখন পুরোদমে শুরু হয়ে গিয়েছে ৷ গোয়াতে বেড়াতে গিয়ে তাই তো প্রয়াঙ্কা ও পরিনীতি মুম্বই মনসুনেই মেতে ৷
#গোয়া: বম্বে টু গোয়া ৷ এইভাবে ছুটি কাটাচ্ছেন চোপড়া সিসটার্স ৷ মুম্বই মনসুন এখন পুরোদমে শুরু হয়ে গিয়েছে ৷ গোয়াতে বেড়াতে গিয়ে তাই তো প্রয়াঙ্কা ও পরিনীতি 'মুম্বই মনসুনেই' মেতে ৷ গোয়ার সমুদ্রতটে বর্ষার বলিউডকে স্মরণ করলেন দুই নায়িকা ৷ বৃষ্টিতে কোন শিফন শাড়ি নয়, ড্রেস পরেই হল টিপ টিপ বর্ষা পানির সেই নাচ ৷
তবে এতে কোন উত্তেজনা বা উত্তাপ ছড়ানো নয়, নিছক মজার জন্যই শ্যুট করা হল এমন ভিডিও ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই ট্যাগ লাইন পরিনীতির ৷ প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন নিক জোনসও ৷ গুঞ্জন, নিক ও প্রিয়াঙ্কা এখন প্রেম করছেন ৷ এবার তাঁর সঙ্গে সময় কাটাতে প্রিয়াঙ্কা আইফা অ্যাওয়ার্ডসেও যাননি ৷ তাহলে বুঝতেই পারছেন তো টিপ টিপ বর্ষা পানি কাকে দেখিয়ে গাইছেন আর নাচছেন পিগি চপস !
advertisement
advertisement
advertisement
Location :
First Published :
June 26, 2018 1:30 PM IST