মুঙ্গেরে লালু-নীতীশ জোটকে তুলোধনা মোদির

Last Updated:

বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে লালু-নীতীশকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কংগ্রেসের সঙ্গে লালু-নীতীশের ‘গাটবন্ধনে’র প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন তিনি৷বৃহস্পতিবার বিহারের মুঙ্গেরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন কংগ্রেসের বিরোধিতা করে গিয়েছিলেন রাম মনোহর লোহিয়া৷ অথচ সেই কংগ্রেসের সঙ্গেই মহাজোট করছেন তথাকথিত তাঁর অনুগামীরা৷আরজেডি-জেডিইউ এবং কংগ্রেসের জোটকে ‘মহাস্বার্থবন্ধন’ বলেও তোপ দাগেন নমো৷

#মুঙ্গের: বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে লালু-নীতীশকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেসের সঙ্গে লালু-নীতীশের ‘গাটবন্ধনে’র প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন তিনি ৷ বৃহস্পতিবার বিহারের মুঙ্গেরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন কংগ্রেসের বিরোধিতা করে গিয়েছিলেন রাম মনোহর লোহিয়া৷ অথচ সেই কংগ্রেসের সঙ্গেই মহাজোট করছেন তথাকথিত তাঁর অনুগামীরা ৷ আরজেডি-জেডিইউ এবং কংগ্রেসের জোটকে ‘মহাস্বার্থবন্ধন’ বলেও তোপ দাগেন নমো৷
বিহারে পরিবর্তনের ডাক দিয়ে মোদী বলেন, ‘‘এই প্রথমবার উন্নয়ন এবং প্রগতির উপর ভিত্তি করে ভোট দেবে বিহারের যুব সমাজ৷বিহার ভোটে একদিকে রয়েছে ‘জঙ্গল রাজ’, অন্যদিকে ‘বিকাশ রাজ’৷’’ জেডিইউ-কংগ্রেস ও আরজেডি’র জোটকে ‘মহাস্বার্থবন্ধন’ বলেও কটাক্ষ করেন তিনি৷
বিফ নিয়েও এদিন লালু প্রসাদ যাদবকে একহাত নেন মোদি ৷ উল্লেখ্য, কয়েকদিন আগে হিন্দুরাও বিফ খায় বলে মন্তব্য করেছিলেন লালু ৷ সেই প্রসঙ্গ টেনেই এদিন মোদি বলেন, দেখুন কীভাবে যদুবংশকে অসম্মান করা হচ্ছে৷ ভগবান কৃষ্ণ থেকে উদ্বুদ্ধ হয়ে দেশে হোয়াইট রেভোলিউশন এনেছিল এই যদুবংশীরাই৷’’ নাম করেই মোদি বলেন, ‘‘লালুজি ভোট আসবে, যাবে৷ কিন্তু এই মানুষগুলোকে কোনও দিন ভুলবেন না ৷’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/রাজনীতি/
মুঙ্গেরে লালু-নীতীশ জোটকে তুলোধনা মোদির
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement