মুঙ্গেরে লালু-নীতীশ জোটকে তুলোধনা মোদির

Last Updated:

বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে লালু-নীতীশকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কংগ্রেসের সঙ্গে লালু-নীতীশের ‘গাটবন্ধনে’র প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন তিনি৷বৃহস্পতিবার বিহারের মুঙ্গেরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন কংগ্রেসের বিরোধিতা করে গিয়েছিলেন রাম মনোহর লোহিয়া৷ অথচ সেই কংগ্রেসের সঙ্গেই মহাজোট করছেন তথাকথিত তাঁর অনুগামীরা৷আরজেডি-জেডিইউ এবং কংগ্রেসের জোটকে ‘মহাস্বার্থবন্ধন’ বলেও তোপ দাগেন নমো৷

#মুঙ্গের: বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে লালু-নীতীশকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেসের সঙ্গে লালু-নীতীশের ‘গাটবন্ধনে’র প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন তিনি ৷ বৃহস্পতিবার বিহারের মুঙ্গেরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন কংগ্রেসের বিরোধিতা করে গিয়েছিলেন রাম মনোহর লোহিয়া৷ অথচ সেই কংগ্রেসের সঙ্গেই মহাজোট করছেন তথাকথিত তাঁর অনুগামীরা ৷ আরজেডি-জেডিইউ এবং কংগ্রেসের জোটকে ‘মহাস্বার্থবন্ধন’ বলেও তোপ দাগেন নমো৷
বিহারে পরিবর্তনের ডাক দিয়ে মোদী বলেন, ‘‘এই প্রথমবার উন্নয়ন এবং প্রগতির উপর ভিত্তি করে ভোট দেবে বিহারের যুব সমাজ৷বিহার ভোটে একদিকে রয়েছে ‘জঙ্গল রাজ’, অন্যদিকে ‘বিকাশ রাজ’৷’’ জেডিইউ-কংগ্রেস ও আরজেডি’র জোটকে ‘মহাস্বার্থবন্ধন’ বলেও কটাক্ষ করেন তিনি৷
বিফ নিয়েও এদিন লালু প্রসাদ যাদবকে একহাত নেন মোদি ৷ উল্লেখ্য, কয়েকদিন আগে হিন্দুরাও বিফ খায় বলে মন্তব্য করেছিলেন লালু ৷ সেই প্রসঙ্গ টেনেই এদিন মোদি বলেন, দেখুন কীভাবে যদুবংশকে অসম্মান করা হচ্ছে৷ ভগবান কৃষ্ণ থেকে উদ্বুদ্ধ হয়ে দেশে হোয়াইট রেভোলিউশন এনেছিল এই যদুবংশীরাই৷’’ নাম করেই মোদি বলেন, ‘‘লালুজি ভোট আসবে, যাবে৷ কিন্তু এই মানুষগুলোকে কোনও দিন ভুলবেন না ৷’’
advertisement
বাংলা খবর/ খবর/রাজনীতি/
মুঙ্গেরে লালু-নীতীশ জোটকে তুলোধনা মোদির
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement