এই উপায়ে যৌন সুখই ডেকে আনছে মারাত্মক বিপদ!

Last Updated:
#জেনেভা: সুখের মাঝেই বাসা বাঁধছে বিপদ ৷ তৃপ্তির মাধ্যমেই লুকিয়ে শরীরে প্রবেশ করছে এক মারাত্মক রোগ ৷ নয়া পন্থায় শারীরিক মিলনে সুখ খুঁজতে গিয়েই বাসা বাঁধছে অসুখ ৷
শারীরিক সম্পর্কে উষ্ণতা আনতে ওরাল সেক্স বা মধুমেহনে লিপ্ত হন বহু যুগল ৷ কিন্তু এই অভ্যেসের কারণেই জটিল অসুখে আক্রান্ত হচ্ছেন পার্টনার ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO-এর সাম্প্রতিকতম রিপোর্ট জানাচ্ছে, ওরাল সেক্সের ফলে ছড়িয়ে পড়ছে গনোরিয়ার মতো যৌন রোগের জীবাণু ৷ মুখমেহনের ফলে গনোরিয়ায় মহিলাদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে ৷ একইসঙ্গে হু-এর পর্যবেক্ষণ, শারীরিক মিলনের সময় কন্ডোম ব্যবহারে অনীহা আরও বিপদ ডেকে আনছে ৷
advertisement
তবে হু-এর রিপোর্ট বলছে, গনোরিয়ায় সারা বিশ্বে প্রায় ৮ কোটি মানুষ যৌনতার কারণে আক্রান্ত হয় ৷ বিপদের এখানেই শেষ নয় ৷ সাম্প্রতিক গবেষণা রিপোর্ট বলছে, বিশ্ব জুড়ে গনোরিয়ার জীবাণু ক্রমাগত চরিত্র বদলাচ্ছে ৷ অ্যান্টিবায়োটিকে এই জীবাণু নির্মূল সম্ভব হচ্ছে না ৷ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলছে এই স্মার্ট জীবাণু ৷ এর ফলে গনোরিয়ার নিরাময় প্রায় অসম্ভব হয়ে উঠছে ৷
advertisement
advertisement
scared-woman
গনোরিয়ার জীবাণু যৌনাঙ্গ, মলদ্বার এবং গলার ভেতরে সংক্রমণ ঘটায়। WHO-এর রিপোর্টে প্রকাশ, বিশ্বের ৭৭টি দেশ গনোরিয়ার সম্প্রতি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতার কথা রিপোর্ট করেছেন ৷ এই জীবাণু নিরাময় না হলে বন্ধ্যা হয়ে যেতে পারে আক্রান্ত মহিলা ৷
গনোরিয়া জীবাণুর চরিত্র বদলে আরও আশঙ্কা বাড়িয়ে তুলছে ৷ হু-এর রিপোর্টে জানানো হয়েছে, ওরাল সেক্সের মাধ্যমে গনোরিয়া শরীরে প্রবেশ করে নয়া রোগ সুপার গনোরিয়ার জন্ম দিচ্ছে ৷ লাতিন আমেরিকায় সমকামের কারণে গনোরিয়ায় আক্রান্তের প্রবণতা বেড়েছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ ওরাল সেক্সের কারণে বা অসুরক্ষিত যৌন সঙ্গমের কারণে গনোরিয়া আক্রান্তের সংখ্যায় পিছিয়ে নেই ভারতও ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এই উপায়ে যৌন সুখই ডেকে আনছে মারাত্মক বিপদ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement