কসাইখানা চালানোর ভুয়ো খবরে রণক্ষেত্র উত্তরপ্রদেশ, মৃত ১ পুলিশ অফিসার

Last Updated:
#লখনউ: বেআইনি ভাবে চলছে কসাইখানা ৷ এমনই একটি ভুয়ো খবরে রণক্ষেত্র হয়ে উঠল উত্তরপ্রদেশের বুলন্দশহর ৷ প্রতিবাদীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ল প্রতিবাদকারীরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু এক দায়িত্বরত পুলিশ অফিসারের ৷ জখম ২ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ৷
বুলন্দশহরে চিঙরাওয়াঠি ক্রসিংয়ে বেআইনিভাবে চলছিল কসাইখানা ৷ ঘটনাস্থলের কাছেই কিছু মৃত পশুর দেহাবশেষও দেখা গিয়েছে ৷ ৷ স্থানীয়দের থেকে সেই অভিযোগ পেতেই কসাইখানা বন্ধ করতে অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী ৷  পুলিশদের সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দারাও ৷ কিন্তু এলাকাতে ঢুকতেই বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ৷ পুলিশের গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বুলন্দশহরের এএসপি সুবোধ কুমার সিংয়ের ৷ মৃত্যু হয়েছে আরও এক প্রতিবাদীর ৷ জখম হয়েছেন ২ জন ৷ পুলিশও পাল্টা লাঠিচার্জ করে প্রতিবাদীদের উপর ৷
advertisement
advertisement
বুলন্দশহরের জেলা প্রশাসক অনুজ ঝা বলেন, ‘সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ এলাকাতে ঢুকতেই প্রথমে কিছু প্রতিবাদকারীরা রাস্তা অবরোধ করে ৷ এরপর পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে প্রতিবাদকারীরা ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কসাইখানা চালানোর ভুয়ো খবরে রণক্ষেত্র উত্তরপ্রদেশ, মৃত ১ পুলিশ অফিসার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement