Viral: এ কী কাণ্ড! মুখে করে জুতো নিয়ে ঘুরছে বাঘ, তারপরেই মিলল আধখাওয়া দেহ... আত্মারাম খাঁচাছাড়া চিড়িয়াখানার কর্মীদের

Last Updated:

সঙ্গে সঙ্গে চিড়িয়াখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

দুর্ঘটনা যে কোনও সময়েই ঘটে যেতে পারে। কারণ দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। সেই কারণে সব সময় সতর্ক থাকা আবশ্যক। সামান্যতম গাফিলতির জেরে ঘটে যেতে পারে মারাত্মক মর্মান্তিক দুর্ঘটনা। অধিকাংশ মানুষই আসন্ন বিপদের কথা ঘুণাক্ষরেও জানতে পারে না। এর কারণ যা-ই হোক না কেন, মনে রাখতে হবে যে, আমাদের জীবন সবথেকে দামি। সম্প্রতি একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এটা পঞ্জাবের এক চিড়িয়াখানার ঘটনা। সেখানে বাঘের খাঁচার সামনে মিলেছে একটি আধখাওয়া মানুষের দেহ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, যে ঘটনাটি সামনে এসেছে, সেই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের বহওয়ালপুরের ৮১ বছরের পুরনো চিড়িয়াখানায়। কিন্তু এই ঘটনাটির কথা কীভাবে জানা গেল। আসলে একটি বাঘকে এক ব্যক্তির জুতো মুখে নিয়ে ঘুরতে দেখা যায়। এই দৃশ্য দেখতে পান চিড়িয়াখান কর্মচারীরা। তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে। এদিকে ওই চিড়িয়াখানায় রয়েছে তিনটি বাঘ। ফলে প্রতিটি বাঘের ঘেরাটোপ পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষা-নিরীক্ষা চলাকালীনই একটি খাঁচার সামনে একজন মানুষের আধ-খাওয়া দেহের দেখা মেলে। এরপরেই চিড়িয়াখানায় শোরগোল পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে চিড়িয়াখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।
advertisement
পঞ্জাবের এই চিড়িয়াখানা কিন্তু বহু পুরনো। এমনকী দেশ স্বাধীন হওয়ার আগেই পঞ্জাবের এই চিড়িয়াখানা খোলা হয়েছিল। ১৯৪২ সালে প্রথম খোলা এই চিড়িয়াখানা সব সময় জনবহুল থাকে। অর্থাৎ সব সময় সেখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। আর সবথেকে বড় কথা হল, এই চিড়িয়াখানায় প্রবেশের টিকিটের দাম মাত্র ১০ টাকা। এখানকার অফিসার জাহির আনওয়ার বলেন, চিড়িয়াখানায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি হয়তো সম্ভবত মানসিক বিকারগ্রস্ত ছিলেন। কারণ মানসিক ভাবে সুস্থ কোনও মানুষ বাঘের খাঁচার সামনে ঝাঁপ দেওয়ার ভুলটা করবেন না। বিষয়টি খতিয়ে দেখা হবে। আর তার ভিত্তিতে কখন চিড়িয়াখানা খোলা হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: এ কী কাণ্ড! মুখে করে জুতো নিয়ে ঘুরছে বাঘ, তারপরেই মিলল আধখাওয়া দেহ... আত্মারাম খাঁচাছাড়া চিড়িয়াখানার কর্মীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement