Black Watermelon: বিশ্বের বিরলতম এই কালো তরমুজ বিক্রি হয় নিলামে, কত দামে জানেন?

Last Updated:

Black Watermelon Price: ২০১৯ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামে এই তরমুজ বিক্রি হয়েছে। দাম উঠেছিল ৪.৫ লক্ষ টাকা।

World's Most Expensive Black Watermelon: চাঁদিফাটা রোদ্দুর, জল খেয়েও মিটছে না তেষ্টা। শরীর জুড়োতে জল আর জলীয় ভাগ বেশি থাকা ফলই একমাত্র সম্বল এই গ্রীষ্মে। আমের পরেই গরমকালে সবচেয়ে কদর বেশি সম্ভবত তরমুজের। বাচ্চা হোক বা বুড়ো তরমুজ সকলেরই পছন্দের ফল। গ্রীষ্মের শুরুতে অন্যান্য ফলের সঙ্গেই বাড়তে থাকে তরমুজের দাম, মাঝামাঝি সময়ে এসে কিছুটা কমে। তবে বিশ্বে এমন একটি তরমুজ রয়েছে যা চিরকালই ব্যয়বহুল। শুধু ব্যয়বহুল বললে হয়তো দামের আন্দাজ মিলবেও না। আসলে এটি বিশ্বের সবচেয়ে দামি ও বিরল তরমুজ।
এটি হল ডেনসুক ব্ল্যাক তরমুজ, যাকে কালো তরমুজও বলা হয়। শুধুমাত্র জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে পাওয়া যায় এই তরমুজগুলি। এগুলি এতই বিরল যে এক বছরে মাত্র ১০০ টি জন্মায়, ফলে জোগানও কম বাজারে।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Kuni-chan (@kunichan0210)

advertisement
এই বিশেষ তরমুজ সাধারণ তরমুজের মতো বিক্রি হয় না। প্রতি বছর এর নিলাম হয় এবং এর দাম ওঠে লক্ষ লক্ষ টাকা! ২০১৯ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামে এই তরমুজ বিক্রি হয়েছে। দাম উঠেছিল ৪.৫ লক্ষ টাকা। তবে করোনা মহামারীর কারণে গত ২ বছরে এর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তা সত্ত্বেও, কালো তরমুজ এখনও বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল তরমুজ।
advertisement
এই তরমুজের বাইরের খোসার দিকটি উজ্জ্বল এবং কালো। ভেতরটাও অন্যান্য তরমুজের মতো নয়। এই তরমুজ অন্যান্য তরমুজের তুলনায় মিষ্টি এবং এতে বীজও কম। যারা এই তরমুজের স্বাদ পেয়েছেন তারা জানিয়েছেন, স্বাদ সাধারণ তরমুজের মতোই কিছুটা কিন্তু ঢের বেশি সুস্বাদু এবং মিষ্টি। সূত্রের খবর, এই তরমুজের প্রথম ফলন থেকে পাওয়া ফলই এত বেশি দামে বিক্রি হয়। পরবর্তী ফলন থেকে যে ফল পাওয়া যায় তার দাম ওঠে ১৯ হাজার টাকা পর্যন্ত। এক পিস তরমুজের দাম ১৯ হাজার হোক বা সাড়ে চার লাখ, এই গরমে সাধারণ ভারতীয়দের পেটে তার ঠাঁই নেই বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Black Watermelon: বিশ্বের বিরলতম এই কালো তরমুজ বিক্রি হয় নিলামে, কত দামে জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement