Viral Video : শাড়ি পরেই কবাডি খেলা মহিলাদের! ছত্তিশগড় অলিম্পিক চলাকালীন হু হু করে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video : শাড়ি পরা মহিলাদের একটি গ্রামে কাবাডি খেলতে দেখা যায়। ইন্টারনেটে হু হু করে ভাইরাল সেই ভিডিও

#দিল্লি: আইএএস অফিসার অবনীশ শরণ তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভাইরাল ভিডিও শেয়ার করে। যেখানে শাড়ি পরা মহিলাদের একটি গ্রামে কাবাডি খেলতে দেখা যায়। ইন্টারনেটে হু হু করে ভাইরাল সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে যে মহিলারা পরস্পরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কাবাডি খেলায় নারীরা একে অপরের সঙ্গে খেলছেন এমন এই ভিডিওটি ইন্টারনেটে ২ লাখ পেরিয়ে যাওয়ায় ইন্টারনেটে এখন এটিই আলোচ্য় বিষয়।
advertisement
ইন্টারনেটে মানুষ শুধু মহিলাদের কবাডি খেলার জন্য়ই নয়, এমনকি এত দ্রুত গতির কাবাডি খেলার সময়ও এত স্বাচ্ছন্দ্যের সঙ্গে শাড়ি পরার জন্যও মহিলাদের প্রশংসা করেছে। মহিলারা বিভিন্ন গেমে নির্দিষ্ট পোশাক পরে আসছেন যখন এই মহিলারা ঐতিহ্যগত ভারতীয় পোশাকে খেলাটিকে একেবারে অন্য়মাত্রায় নিয়ে গিয়েছে। এই মহিলারা ভারতীয় সমাজের মহান সংস্কৃতি ধারণ করে। মহিলারা করুণা এবং শক্তির প্রতীক।
advertisement
ভিডিওতে, সবাই চিৎকার করে উপভোগ করেন গেমটা। যে কাবাডি ম্যাচটি খেলা হচ্ছে তা ছত্তিসগড় অলিম্পিকের একটি অংশ, যা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেল বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২-এ উদ্বোধন করেছিলেন। ক্রীড়া ইভেন্টটি ৬অক্টোবর থেকে ৬ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে। একাধিক ঐতিহ্যবাহী খেলা ছিল। আধুনিকীকরণ এবং বিশ্বায়নের কারণে পিছিয়ে থাকা এই খেলাধুলাকে মূলধারায় ফিরিয়ে আনার এবং তরুণ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে এই গেমটি অনুষ্ঠিত হয়েছে।
advertisement
ছত্তিশগড় অলিম্পিকে গুলি ডান্ডা, পিত্তুল, লাঙ্গুলি রান, বান্টি (কাঞ্চা), বিল্লাস, ফুডি এবং গেদি রেস খেলা হবে। নির্দিশ্ট চারটি বিভাগে মহিলা এবং পুরুষ অংশগ্রহণ করতে পারবেন গেমে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : শাড়ি পরেই কবাডি খেলা মহিলাদের! ছত্তিশগড় অলিম্পিক চলাকালীন হু হু করে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement