চলন্ত ট্রেনের ভিতর ঝুলছে মহিলা! খেলাধুলো করছে কামরা জুড়ে, ভিডিও দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

Last Updated:

ভাইরাল হওয়া  ভিডিওটিতে ট্রেনের কামরায় খেলা করতে দেখা গেল ১ মহিলাকে।

লোকাল ট্রেনের বহু দৃশ্যই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার এক তাজ্জবজনক ঘটনা ঘটেছে লোকাল ট্রেনের লেডিস কামরায়। জানলে অবাক হবেন একেবারে বাচ্চাদের মত ট্রেনের কামরায় ঝুলছেন ১ মহিলা। ট্রেনের কামরায় একেবারে খেলাধুলো করছেন তিনি।
ভাইরাল হওয়া  ভিডিওটিতে ট্রেনের কামরায় খেলা করতে দেখা গেল ১ মহিলাকে। বৃদ্ধ বয়সের এই মহিলার আচরণ দেখে হাশির ফোয়ারা উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের আজব কারনামা দেখে মজা পাচ্ছেন  ট্রেনের অন্যান্য যাত্রীরাও।
advertisement
advertisement
মোটিভেশনাল প্রশিক্ষক  জুহি রাই কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে  একটি ভিডিও পোস্ট করেছেন যাতে তাকে এবং একজন মধ্যবয়সী মহিলাকে (লোকাল ট্রেনে শাড়ি পরা বৃদ্ধ মহিলা) ট্রেনে দোল খেতে দেখা গিয়েছে।
View this post on Instagram

A post shared by Juuhi Raai (@juuhiraai)

advertisement
ভিডিওটি শেয়ার করে জুহি লিখেছেন, ' কখনই কোনও মানুষকে তার পোশাক বা চেহারা দিয়ে বিচার করা উচিৎ নয়। আমার কাল এমন কিছু মানুষের সঙ্গে দেখা হল যারা ট্রেনের কামরায় খেলছে, মজা করছে। যেন মনে হল জীবন খুঁজে পেলাম।'
সাধারণত কোনও সিঁদুর পরা মহিলা দেখলেই আমাদের মনে একটা চিরাচরিত ধারণা জন্মায়। কিন্তু এই চিরাচরিত ভাবধারাকে ভেঙেই নতুন ভাবে ভাবতে শিখিয়েছেন এই মহিলা।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চলন্ত ট্রেনের ভিতর ঝুলছে মহিলা! খেলাধুলো করছে কামরা জুড়ে, ভিডিও দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement