Viral: একসঙ্গে থাকার জন্য স্বামী এবং পোষা কুকুরের মধ্যে পোষ্যকেই বেছে নিলেন তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral: একই বাড়িতে তিনি থাকতে পারছেন না পোষ্যের সঙ্গে। অগত্যা সোনালির বন্ধু তাঁর হয়ে ট্যুইটারে জানালেন
স্বামী না পোষা কুকুর-বেছে নিতে হবে যে কোনও একজনকে। তরুণী বেছে নিলেন দ্বিতীয় জনকেই। কারণ তাঁর স্বামীর অ্যালার্জির প্রবণতা আছে কুকুর থেকে। একই বাড়িতে তিনি থাকতে পারছেন না পোষ্যের সঙ্গে। অগত্যা সোনালির বন্ধু তাঁর হয়ে ট্যুইটারে জানালেন। যেখানে সোনালির স্বামী গৌরবের জন্য একটি ঘর খোঁজার কথা বলা হয়েছে। ঘটনাচক্রে ২ মাস বয়সি যে জার্মান শেফার্ডের জন্য এত বিপত্তি, সেটির মূল্য ২০ হাজার টাকা এবং সেটি সোনালি উপহার দিয়েছেন তাঁর স্বামী গৌরবকেই। সারপ্রাইজ গিফ্ট কেনার আগে জানতেন না গৌরবের অ্যালার্জির প্রবণতা আছে কুকুর থেকে।
সেই ট্যুইটে লেখা হয়েছে 'সত্বর ঘর চাই। যদি কেউ আগ্রহী হন-দু মাস বয়সি একটি জার্মান শেফার্ড। আমার বন্ধু সোনালি এটিকে কিনেছেন ২০ হাজার টাকায়। তিনি তাঁর স্বামী গৌরবকে সারপ্রাইজ গিফ্ট দিতে চেয়েছিলেন। কিন্তু পরে জানতে পারেন গৌরবের অ্যালার্জির আশঙ্কা আছে কুকুর থেকে।' পরে ওই ট্যুইটেই জানানো হয় যে এ বার সোনালি নতুন ঘর খুঁজছেন তাঁর স্বামী গৌরবের জন্য। কারণ তিনি নিজে থাকবেন কুকুরের সঙ্গেই।
advertisement
আরও পড়ুন : বিয়ের মাঝে হৃদরোগ, ছাদনাতলাতেই নিথর বধূবেশী দিদি, বোনের সঙ্গে বিয়ে হল পাত্রের
সোনালির ট্যুইটারেত্তি বন্ধুর কথায় "যদি কেউ আগ্রহী থাকেন, গৌরবের বয়স ২৯ বছর। বাইক চালান, রান্না করতে পারেন, দেখতে সুন্দর এবং হ্যান্ডসাম।"
advertisement
Needs a home urgently. If anyone’s interested This is Leo - a two months old German shepherd. My friend Sonali bought him for ₹20000/-. She wanted to give a surprise gift to her husband. But she came to know that her husband Gaurav is alergic to dogs. Sonali is now looking for pic.twitter.com/6FJAYkMN5p
— 🅰️mit 🅰️rora 🇮🇳 (@akja0407) February 23, 2023
advertisement
মজার এই পোস্ট ঘিরে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। অধিকাংশ নেটিজেনের মন্তব্য, গৌরবকে দত্তক নেওয়ার মতো সঙ্গতি তাঁদের নেই। তবে লিওকে নিতে রাজি।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 5:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: একসঙ্গে থাকার জন্য স্বামী এবং পোষা কুকুরের মধ্যে পোষ্যকেই বেছে নিলেন তরুণী