Viral: একসঙ্গে থাকার জন্য স্বামী এবং পোষা কুকুরের মধ্যে পোষ্যকেই বেছে নিলেন তরুণী

Last Updated:

Viral: একই বাড়িতে তিনি থাকতে পারছেন না পোষ্যের সঙ্গে। অগত্যা সোনালির বন্ধু তাঁর হয়ে ট্যুইটারে জানালেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
স্বামী না পোষা কুকুর-বেছে নিতে হবে যে কোনও একজনকে। তরুণী বেছে নিলেন দ্বিতীয় জনকেই। কারণ তাঁর স্বামীর অ্যালার্জির প্রবণতা আছে কুকুর থেকে। একই বাড়িতে তিনি থাকতে পারছেন না পোষ্যের সঙ্গে। অগত্যা সোনালির বন্ধু তাঁর হয়ে ট্যুইটারে জানালেন। যেখানে সোনালির স্বামী গৌরবের জন্য একটি ঘর খোঁজার কথা বলা হয়েছে। ঘটনাচক্রে ২ মাস বয়সি যে জার্মান শেফার্ডের জন্য এত বিপত্তি, সেটির মূল্য ২০ হাজার টাকা এবং সেটি সোনালি উপহার দিয়েছেন তাঁর স্বামী গৌরবকেই। সারপ্রাইজ গিফ্ট কেনার আগে জানতেন না গৌরবের অ্যালার্জির প্রবণতা আছে কুকুর থেকে।
সেই ট্যুইটে লেখা হয়েছে 'সত্বর ঘর চাই। যদি কেউ আগ্রহী হন-দু মাস বয়সি একটি জার্মান শেফার্ড। আমার বন্ধু সোনালি এটিকে কিনেছেন ২০ হাজার টাকায়। তিনি তাঁর স্বামী গৌরবকে সারপ্রাইজ গিফ্ট দিতে চেয়েছিলেন। কিন্তু পরে জানতে পারেন গৌরবের অ্যালার্জির আশঙ্কা আছে কুকুর থেকে।' পরে ওই ট্যুইটেই জানানো হয় যে এ বার সোনালি নতুন ঘর খুঁজছেন তাঁর স্বামী গৌরবের জন্য। কারণ তিনি নিজে থাকবেন কুকুরের সঙ্গেই।
advertisement
আরও পড়ুন :  বিয়ের মাঝে হৃদরোগ, ছাদনাতলাতেই নিথর বধূবেশী দিদি, বোনের সঙ্গে বিয়ে হল পাত্রের
সোনালির ট্যুইটারেত্তি বন্ধুর কথায় "যদি কেউ আগ্রহী থাকেন, গৌরবের বয়স ২৯ বছর। বাইক চালান, রান্না করতে পারেন, দেখতে সুন্দর এবং হ্যান্ডসাম।"
advertisement
advertisement
মজার এই পোস্ট ঘিরে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। অধিকাংশ নেটিজেনের মন্তব্য, গৌরবকে দত্তক নেওয়ার মতো সঙ্গতি তাঁদের নেই। তবে লিওকে নিতে রাজি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: একসঙ্গে থাকার জন্য স্বামী এবং পোষা কুকুরের মধ্যে পোষ্যকেই বেছে নিলেন তরুণী
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement