Viral Video: গলায় জড়ানো মালা, পোশাক কই? বিকিনি পরেই গঙ্গাস্নান বিদেশিনীর, ভিডিও দেখে আঁতকে উঠল নেটদুনিয়া, চরম ভাইরাল
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Viral Video: তাঁর এই আচরণ অনেকের কাছে অসম্মানজনক বলে মনে হয়নি, আবার অনেকে ভারতের সবচেয়ে সম্মানিত নদীর পবিত্রতার প্রতি অমর্যাদাজনক বলে সমালোচনাও করেছেন।
ঋষিকেশের লক্ষ্মণঝুলার কাছে বিকিনি পরে গঙ্গায় স্নান করার এক বিদেশি পর্যটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ইন্টারনেটকে বিভক্ত করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ব্যাপকভাবে শেয়ার করা এই ক্লিপটি ব্যক্তিগত স্বাধীনতা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার মধ্যে সীমারেখা কোথায় টানা উচিত তা নিয়ে এক তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
ভিডিওটির শুরুতে পবিত্র নদীর ধারে দাঁড়িয়ে থাকা মহিলাকে বিকিনি এবং গলায় ফুলের মালা পরে থাকতে দেখা যায়। তাঁকে হাত জোড় করে প্রার্থনা করতে এবং শ্রদ্ধা জানাতেও দেখা গিয়েছে। জলে মালা দেওয়ার পর তিনি স্নান করেন এবং সাঁতার কাটতে শুরু করেন। যদিও তাঁর এই আচরণ অনেকের কাছে অসম্মানজনক বলে মনে হয়নি, আবার অনেকে ভারতের সবচেয়ে সম্মানিত নদীর পবিত্রতার প্রতি অমর্যাদাজনক বলে সমালোচনাও করেছেন।
advertisement
advertisement
advertisement
কেউ কেউ বিদেশিনীকে সমর্থন করেছেন
একদিকে অনেক সোশ্যাল মিডিয়া ইউজার তাঁর পক্ষে দাঁড়িয়ে বলেছেন যে, তার উদ্দেশ্য ভুল নয়, তা মনেও হচ্ছে না। একজন ইউজার মন্তব্য করেছেন, ‘কিন্তু স্নান করার সময় মেয়েটির উদ্দেশ্য ভুল ছিল না।’ আরেকজন ডুয়াল মরালিটির দিকে কটাক্ষ করে বলেন, ‘পুরুষরা নেংটি পরে স্নান করলে দোষ হয় না কেন?” আবার কেউ কেউ বলছেন, ‘তাঁকে ঘৃণা করবেন না। আমার মনে হয় তিনি এই বিষয়ে বেশি ভাবেননি।’
advertisement
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
সাংস্কৃতিক সংবেদনশীলতা নিয়ে অনলাইনে প্রতিক্রিয়া
তবে, সকলেই এই বিষয়ে একমত নন। ইন্টারনেটের একটি অংশ এই আচরণের তীব্র সমালোচনা করে বলেছে যে, এই ধরনের আচরণ ভারতীয় ঐতিহ্যের বিরুদ্ধে। তাঁদের মতে, এটি ধর্মীয় অনুভূতির প্রতি অসংবেদনশীলতা তুলে ধরেছে। সেই দল অন্যদের সমালোচনা করে বলেছে, এই লোকেরা এমন সব কিছুকে সমর্থন করতে পারে যা তাদের ধর্মনিরপেক্ষ এবং মুক্তমনা দেখায়। আরেকটি মন্তব্যে লেখা হয়েছে, ‘আমি ভাবছি কেন লোকেরা বাধা দেয়নি।’
advertisement
এই বিতর্কের মাঝখানে একজন ব্যক্তি তাঁর মতামত শেয়ার করার জন্য হাস্যকৌতুকের পথ বেছে নিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘লাক্স কোজি চাড্ডি পহেন কর নাহানেওয়ালে চাচা কো সমস্যা হো রহি হোগি।’ এই ঘটনাটি আবারও সাংস্কৃতিক শ্রদ্ধা এবং ব্যক্তিগত অভিব্যক্তির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার প্রসঙ্গ তুলে ধরেছে। বিশেষ করে ঋষিকেশের মতো আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্যটক আসেন। ভারতীয়দের কাছে গঙ্গা কেবল একটি নদী নয়, তিনি দেবী, সংস্কৃতি ও ধর্মের প্রতীক হিসাবে সম্মানিত। ফলে যখন দর্শনার্থীরা প্রচলিত রীতিনীতির বিপরীত আচরণ করেন, তখন তা বিতর্কের জন্ম দেয়।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 5:33 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: গলায় জড়ানো মালা, পোশাক কই? বিকিনি পরেই গঙ্গাস্নান বিদেশিনীর, ভিডিও দেখে আঁতকে উঠল নেটদুনিয়া, চরম ভাইরাল