Viral Video: মাথা ঘুরে চলন্ত ট্রেনের নিচে মহিলা! তার পর যা হল, দেখে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Viral Video: চলন্ত ট্রেনের নিচে পড়ে গেলেন এক মহিলা। বাঁচলেন? এই ভিডিও দেখে শিউরে উঠবেন।
#বুয়েনস আইরেস: আর্জেন্টিনায় চলন্ত ট্রেনের নিচে অজ্ঞান হয়ে পড়েও বাঁচলেন এক মহিলা। নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, বুয়েনস আইরেসের ইন্ডিপেন্ডেন্স স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা তাঁকে সময়মতো নিরাপদে টেনে নিয়েছিলেন।
স্টেশনের সিসিটিভিতে ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ে। সেই মহিলা - নাম ক্যান্ডেলা - ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার পরই মাথা ঘুরে আচমকা চলন্ত ট্রেনের নিচে পড়ে যান।
আরও পড়ুন- এক ছবিতে লুকিয়ে থাকা ভিন্ন ভিন্ন ছবিই প্রেমজীবনের হদিশ দেবে, দেখুন দেখি মিলিয়ে
ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের পাশ দিয়ে যাওয়ার পর অসুস্থ বোধ করছিলেন সেই মহিলা। তার পরই মাথা ঘুরে পড়ে যান চলন্ত ট্রেনের সামনে। যাত্রীরা খুব ভয় পেয়ে যায়। অনেকেই ভেবেছিলেন, সেই মহিলা হয়তো আর বেঁচে নেই।
advertisement
advertisement
সেই মহিলা আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, "আমি এখনও জানি না কীভাবে বেঁচে আছি! আমি এখনও সেই সময়টার কথা ভেবে আঁতকে উঠছি।" ক্যান্ডেলা আরও বলছিলেন, তিনি অনুভব করেছিলেন যে দুর্ঘটনার পর পুনর্জন্ম পেয়েছেন তিনি।
টেলিভিশন চ্যানেল তাঁকে উদ্ধৃত করে বলেছে, "আমার রক্তচাপ হঠাৎ কমে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই। এমনকী যে মুহূর্তে আমি ট্রেনে ধাক্কা মারলাম, আমি সামনের লোকটিকে সতর্ক করার চেষ্টা করেছিলাম। কিন্তু আর কিছু মনে করতে পারছি না।
advertisement
So this happened recently in #BuenosAires #Argentina
— Diamond Lou®™ (@DiamondLouX) April 19, 2022
This woman apparently fainted and she fell under on an oncoming train, BUT SHE SURVIVED! She's now out of the hospital pic.twitter.com/EQA2V4foh9
ভিড়ের মধ্যে হুইলচেয়ারে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার আগে তিনি প্ল্যাটফর্মে শুয়ে পড়েন। ক্যান্ডেলাকে বুয়েনস আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে বিপন্মুক্ত বলে জানান।
advertisement
গত মাসে গুজরাটের সুরাটে চলন্ত ট্রেনের সামনে পিছলে পড়ে যান এক যুবক। ওই যুবক ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনার কবলে পড়েন।
আরও পড়ুন- নামের পাশে ‘ডক্টর’ পরিচয়! ৩০ বছর ধরে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন এই মহিলা
ফেব্রুয়ারিতে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কর্মীরা দিল্লিতে একটি মেট্রো ট্রেনের ট্র্যাকে পড়ে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করেছিল। ঘটনার একটি ভিডিও ক্লিপ দেখায় যে লোকটি তাঁর ফোন নিয়ে ব্যস্ত প্ল্যাটফর্মে হাঁটছিলেন। তখনই ট্র্যাকের উপর পড়ে যান। সেই ভয়াবহ দুর্ঘটনায় তিনি একটি পা হারান। তবে প্রাণে বেঁচে যান।
Location :
First Published :
April 20, 2022 5:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মাথা ঘুরে চলন্ত ট্রেনের নিচে মহিলা! তার পর যা হল, দেখে অবাক হবেন