Viral Dance in Metro: ক্রপ টপে মেট্রোয় উদ্দাম নাচ মহিলার! ভিড় কোচে যাত্রীদের কী অবস্থা? দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Viral Dance in Metro: ভিড় মেট্রোর ভিতরে শাহরুখ খানের বিখ্যাত গান ‘আঁখে খুলি’-তে উদ্যম নৃত্য করছেন সেই মহিলা। পিছনে তাঁর সহযাত্রীদের দেখা যাচ্ছে। তাঁরা তাকিয়ে তাকিয়ে দেখছেন মহিলাকে।
ফের মেট্রো রেলে উদ্দাম নাচ। ট্রেনের কোচের ভিতর ভিডিও বা ছবি তোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে একই ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে। সদ্য একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যে মহিলা নাচ করেছেন, তিনি নিজেই সেটিকে রিল হিসেবে আপলোড করেছেন।
advertisement
advertisement
যেখানে দেখা যাচ্ছে, একটি ভিড় মেট্রোর ভিতরে শাহরুখ খানের বিখ্যাত গান ‘আঁখে খুলি’-তে উদ্যম নৃত্য করছেন সেই মহিলা। পিছনে তাঁর সহযাত্রীদের দেখা যাচ্ছে। তাঁরা তাকিয়ে তাকিয়ে দেখছেন মহিলাকে। কেউ কেউ হাসাহাসিও করছেন নিজেদের মধ্যে।
আরও পড়ুন: ১২ বছর পর শক্তিশালী রাজলক্ষণ রাজযোগ! বিরাট ভাগ্যবদল, ৫ রাশির জীবনে সোনা, দারুণ চমক অপেক্ষা করছে
advertisement
ভিডিওটি আপলোড হতে না হতেই ভাইরাল। এক দিনের মধ্যে ভিডিওতে লাইক পড়েছে প্রায় সাড়ে ৭ হাজার। কমেন্ট বক্সে অবশ্য নিন্দার ঝড়। অনেকেই মহিলাকে পোশাক নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন। কেউ বলছেন, এত ছোট টপ বা ক্রপ টপ পরে নাচ না করতে, কেউ আবার মেট্রোর মধ্যে নাচ করা নিয়ে নিন্দা করছেন।
advertisement
নেটিজেনদের একাংশ অবশ্য মহিলার এই পদক্ষেপকে বাহবাও দিয়েছেন। আত্মবিশ্বাস, নৃত্য দক্ষতার জন্য প্রশংসায় পঞ্চমুখ অনেকে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 4:02 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Dance in Metro: ক্রপ টপে মেট্রোয় উদ্দাম নাচ মহিলার! ভিড় কোচে যাত্রীদের কী অবস্থা? দেখুন ভাইরাল ভিডিও

