Winter Wear: সোয়েটার, জ‍্যাকেট থেকে হুডি সবেতেই ৫০ শতাংশ ছাড়! খাদি বাজারে পোশাক কিনতে লম্বা লাইন

Last Updated:

গ্রাহকদের জন‍্য ৫০ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে খাদির শাল, কুর্তা, জ‍্যাকেট, শোয়েটার সব ধরনের সুতি ও উলের পোশাকে এই ছাড় দেওয়া হচ্ছে।


সোয়েটার, জ‍্যাকেট থেকে হুডি, সবতেই ৫০ শতাংশ ছাড়! খাদি বাজারে পোশাক কিনতে লম্বা লাইন
সোয়েটার, জ‍্যাকেট থেকে হুডি, সবতেই ৫০ শতাংশ ছাড়! খাদি বাজারে পোশাক কিনতে লম্বা লাইন
ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। ফলে প্রচণ্ড শীতে খাদির জামাকাপড়ের চাহিদা আরও বাড়ছে। খাদির জামাকাপড়ের দাম একেবারে কমে গিয়েছে। গ্রাহকদের জন‍্য ৫০ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে খাদির শাল, কুর্তা, জ‍্যাকেট, শোয়েটার সব ধরনের সুতি ও উলের পোশাকে এই ছাড় দেওয়া হচ্ছে।
বিহারের খাদি মলে খাদির জামাকাপড় পাওয়া যাচ্ছে ছাড়। ৫০ শতাংশ ছাড়ের এই অফারটি ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ। এখানে পশমি কোট, শাল, টুপি ও মোজা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, বিহারে খাদি তাঁত ও হস্তশিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৈথিলী ঠাকুরও। বর্তমানে এখান থেকে ডিসকাউন্ট রেটে সব ধরনের জামা কাপড় কিনতে পারবেন। এখানে শীতের জামাকাপড় অত‍্যন্ত কম টাকায় পাওয়া যাচ্ছে।
advertisement
এই খাদি মলে বিহার খাদি তাঁত ও হস্তশিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শিল্পী মৈথিলী ঠাকুরও। তিনিও জানালেন এই দোকানের বিশেষত্ব সম্পর্কে।
শীতের জামাকাপড়ের পাশাপাশি, এখানে ভাগলপুরি সিল্ক, মধুবনী মসলিন, সুতি এবং নালন্দা, আরা, গয়ার উলের কাপড়ও পাবেন। এখানে গ্রামীণ শিল্পের সামগ্রীতে ফুলের ধূপকাঠি থেকে শুরু করে সাবান সবই পাওয়া যাবে। এ ছাড়াও শতাধিক গ্রাম‍্য শিল্প প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Winter Wear: সোয়েটার, জ‍্যাকেট থেকে হুডি সবেতেই ৫০ শতাংশ ছাড়! খাদি বাজারে পোশাক কিনতে লম্বা লাইন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement