Snake Video | Viral: দেখুন কেমন জল খাচ্ছে সাপ, প্রচণ্ড তাপে তীব্র কষ্ট কিং কোবরাও! ভাইরাল ভিডিও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সাপের জলপানের ভিডিও শেয়ার করে ক্যাপশনে ওই ব্যক্তি লিখেছেন- ‘মানবতা’। তবে, এমন পরিস্থিতি তৈরি হলে, অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত৷ তেমনটাও মনে করিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ৷
নয়াদিল্লি: আমাদের বাড়ির চারপাশে গাছপালা ক্রমেই কমে এসেছে। ঝোপঝাড়ও প্রায় নেই বললেই চলে। গাছ কমে যাওয়ার পরোক্ষ প্রভাবই সম্ভবত পড়ছে আমাদের পরিবেশে। বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। গ্লোবাল ওয়ার্মিং এখন ঘোর বাস্তব। প্রায় প্রত্যেক বছরই তার আগের বছরের তুলনায় ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড৷ একের পর এক আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়৷ বর্ষা যাচ্ছে পিছিয়ে৷
এই প্রচণ্ড গরমে আমাদের মানুষদেরই এখন মরণবাঁচন অবস্থা৷ তীব্র রোদে গলদ ঘর্ম অবস্থা৷ আর যে সমস্ত মাথার উপরের আশ্রয়টাই নই অথবা, পরিমাণে কমে এসেছে, এই তীব্র গরমে, তারা কেমন আছে? সূত্রের খবর, মে মাসের প্রখর রোদে কলকাতার একশোরও বেশি পথ কুকুরের মৃত্যু হয়েছে৷ অন্য পশুপাখিরাও তো রোদে, তাতে পুড়ছে৷
আরও দেখুন: ঠিক কীভাবে ঘটল ভয়াবহ মর্মান্তিক এই রেল দুর্ঘটনা? মাত্র কয়েক সেকেন্ডেই সবশেষ
এই সময়ে আমাদের উচিত আশপাশের পশু পাখিদের দিকেও নজর দেওয়া৷ এই যেমন দেখা যাচ্ছে এই ভিডিয়োয়৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে তৃষ্ণার্ত এক কিং কোবরা সাপকে জল খাওয়াচ্ছেন এক ব্যক্তি৷ ভাইরাল হয়েছে সেই ভিডিও।
advertisement
advertisement
আরিয়ান_৪৬৬_৪৬৬ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, জলের পাইপ দিয়ে এক ব্যক্তিকে সাপটিকে জল দিচ্ছেন। সাপটিও সেই জল খাচ্ছে।
advertisement
দেখেই বোঝা যায়, সাপটিও যথেষ্ট তৃষ্ণার্ত ছিল। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে এই ভিডিও।
সাপের জলপানের ভিডিও শেয়ার করে ক্যাপশনে ওই ব্যক্তি লিখেছেন- ‘মানবতা’। তবে, এমন পরিস্থিতি তৈরি হলে, অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত৷ তেমনটাও মনে করিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ৷
Location :
West Bengal
First Published :
June 05, 2023 4:51 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Video | Viral: দেখুন কেমন জল খাচ্ছে সাপ, প্রচণ্ড তাপে তীব্র কষ্ট কিং কোবরাও! ভাইরাল ভিডিও