হলুদ কমলা, সবুজ! হাইওয়ের ধারে থাকে নানা রঙের মাইলফলক, কারণটা জেনে নিন

Last Updated:

Highway milestones: হাইওয়ের ধারে বিভিন্ন রঙের মাইলফলক থাকে। কারণটা জানলে অবাক হবেন।

কলকাতা: মাইলফলক- এই শব্দের সঙ্গে আমাদের প্রায় সকলেরই পরিচিতি রয়েছে। আমরা অনেকেই এই মাইলফলক দেখে থাকলেও, এর সঠিক কারণ সম্পর্কে জানি না। মাইলফলক হল সেই রঙিন পাথর যা আমরা হাইওয়ে এবং গ্রামের রাস্তার পাশে দেখতে পাই, যা একটি অবস্থানের দূরত্ব নির্দেশ করে।
আজকাল জিপিএস-সক্ষম স্মার্টফোনের কারণে প্রায়শই উপেক্ষিত হচ্ছে এই মাইলফলক। এমন একটি সময় ছিল যখন এই পাথরগুলি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস ছিল। কিন্তু, আমরা অনেকেই জানি না যে, এই মাইলফলকগুলো বিভিন্ন রঙের হয় কেন।
ভারতের সড়ক নেটওয়ার্ক ৫৬ লাখ কিমি দীর্ঘ। জাতীয় মহাসড়ক, রাজ্য মহাসড়ক এবং গ্রামের রাস্তাগুলির মধ্যে পার্থক্য করার জন্য মাইলফলকে বিভিন্ন রঙের ব্যবহার করা হয়।
advertisement
advertisement
জাতীয় সড়কে হলুদ স্ট্রিপ –
ভারতের জাতীয় মহাসড়ক একাধিক রাজ্যে বিস্তৃত। তারা বিভিন্ন রাজ্যের ও শহরের মধ্যে সংযোগ প্রদান করে। ২০১৫-২০১৬ সালের রেকর্ড অনুসারে ভারতে জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ১.০১ লাখ কিমি।
NS-EW করিডোর (উত্তর-দক্ষিণ করিডোর – জম্মু ও কাশ্মীর থেকে কন্যাকুমারী, পূর্ব-পশ্চিম করিডোর – পোরবন্দর থেকে অসমের শিলচর) এবং গোল্ডেন চতুর্ভুজ (ভারতের চারটি মেট্রো শহর – দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতাকে সংযুক্ত করছে)। এগুলি জাতীয় সড়কেরও অংশ।
advertisement
ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) দেশের জাতীয় মহাসড়ক রক্ষণাবেক্ষণ করে।
রাজ্য সড়কে সবুজ স্ট্রিপ –
রাজ্য সড়ক একটি রাজ্যের বিভিন্ন শহরকে সংযুক্ত করে। ২০১৫-২০১৬ সালের রেকর্ড অনুযায়ী, দেশে রাষ্ট্রীয় মহাসড়কের মোট দৈর্ঘ্য ১.৭৬ লাখ কিলোমিটার। এই মহাসড়কগুলি রাজ্য সরকারগুলি দ্বারা নির্মিত এবং পরিচালিত হয়।
শহর বা প্রধান জেলা সড়কে নীল, কালো এবং সাদা স্ট্রিপ –
যদি কেউ কোনও রাস্তায় একটি নীল, কালো এবং সাদা মাইলফলক দেখতে পায়, তাহলে সে একটি শহরে বা একটি জেলা সড়কে ভ্রমণ করছে। নাম থেকেই বোঝা যায় যে জেলা সড়ক একটি জেলার মধ্যে সংযোগ প্রদান করে। বর্তমানে জেলা সড়কের দৈর্ঘ্য ৫ লাখ ৬২ হাজার কিলোমিটার।
advertisement
গ্রামের রাস্তায় কমলা স্ট্রিপ –
কেউ যদি একটি মাইলফলকের উপর একটি কমলা রঙের স্ট্রিপ দেখতে পান, তাহলে বুঝতে হবে যে তিনি একটি গ্রামীণ রাস্তায় ভ্রমণ করছেন। বর্তমানে গ্রামীণ সড়কের দৈর্ঘ্য ৩ লাখ ৯৩ হাজার কিলোমিটার। কমলা স্ট্রিপটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনারও প্রতিনিধিত্ব করে।
‘জিরো মাইল সেন্টার’ –
‘জিরো মাইল সেন্টার’ ছিল সেই জায়গাটি যা ব্রিটিশরা অন্য সব শহরের দূরত্ব পরিমাপ করার জন্য একটি রেফারেন্স পয়েন্ট হিসাবে ব্যবহার করেছিল। নাগপুর ‘জিরো মাইল সেন্টার’ হিসেবে কাজ করত এবং ঔপনিবেশিক ভারতের ভৌগোলিক কেন্দ্র হিসেবে কাজ করত।
advertisement
এই কেন্দ্রে চারটি ঘোড়া এবং একটি বেলেপাথরের স্তম্ভ রয়েছে। যাতে ভারতের প্রধান শহরগুলির রাস্তা দ্বারা সঠিক দূরত্বের একটি তালিকা রয়েছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হলুদ কমলা, সবুজ! হাইওয়ের ধারে থাকে নানা রঙের মাইলফলক, কারণটা জেনে নিন
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement