A,B,O, AB....! কোন ব্লাড গ্রুপের মানুষের বুদ্ধি বেশি? গবেষণার রিপোর্ট দেখে নিন

Last Updated:

Blood Group- গবেষণার রিপোর্ট বলছে, B+ রক্তের গ্রুপের মানুষের মস্তিষ্কে পেরিটোনিয়াল এবং টেম্পোরাল লোব বেশি সক্রিয় থাকে। তাই তাঁদের চিন্তা করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্মৃতিশক্তি ভাল হয়।

ব্লাড গ্রুপই বলে দেবে কার স্বভাব কেমন ধরনের। (প্রতীকী ছবি)
ব্লাড গ্রুপই বলে দেবে কার স্বভাব কেমন ধরনের। (প্রতীকী ছবি)
কলকাতা: আপনার বন্ধু বা পরিবারের মধ্যে এমন কেউ কি আছেন যাঁর তীক্ষ্ণ বুদ্ধি আছে! তিনি কি নিমিষেই প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পান? যদি উত্তর হ্যাঁ হয়, তা হলে তাঁর রক্তের গ্রুপের কারণে সেটা হতে পারে। সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া দ্বারা পরিচালিত একটি গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। B+ রক্তের গ্রুপের মানুষের মস্তিষ্ক অন্যান্য রক্তের গ্রুপের তুলনায় তীক্ষ্ণ হয়।
গবেষণার রিপোর্ট বলছে, B+ রক্তের গ্রুপের মানুষের মস্তিষ্কে পেরিটোনিয়াল এবং টেম্পোরাল লোব বেশি সক্রিয় থাকে। তাই তাঁদের চিন্তা করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্মৃতিশক্তি ভাল হয়। B+ ব্লাড গ্রুপের লোকজন যে কোনও সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে পারেন।
আরও পড়ুন- বিপুল ধনসম্পত্তি ছিল যোধপুরের এই মহারাজার, অভিনেত্রী জুবেইদার সঙ্গে গভীর প্রেম-বিবাহ
গবেষকরা দেখেছেন, এই ব্লাড গ্রুপের মানুষদের রক্ত ​​সঞ্চালন অন্য গ্রুপের তুলনায় ভাল হয়। যখন সঠিক পরিমাণ অক্সিজেন মস্তিষ্কে পৌঁছয়, তখন মস্তিষ্কের কোষগুলি আরও সক্রিয় হয়, সেগুলি চিন্তার গতি এবং স্মৃতিশক্তি উন্নত করে। ফলে তাঁরা দীর্ঘ সময় ধরে কোনও ব্য়াপার মনে রাখতে পারে।
advertisement
advertisement
যে কোনও পরিস্থিতিতে এই ব্লাড গ্রুপের লোকজন শান্ত থাকতে পারেন। দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা। তাঁদের সৃজনশীলতা অন্যান্য রক্তের গ্রুপের চেয়ে বেশি, ফলে তাঁরা নতুন জিনিস আবিষ্কারে পারদর্শী। গবেষণায় আরও জানা গেছে, B+ ব্লাড গ্রুপের মানুষের মস্তিষ্কের কার্যকলাপের মাত্রা অন্যান্য রক্তের গ্রুপের মানুষের তুলনায় বেশি। তাঁদের আইকিউ ভাল।
advertisement
আরও পড়ুন- GK: রয়েছে মাত্র দুটি অক্ষর! বিশ্বের সবথেকে ছোট নামের রেল স্টেশনের নাম কী?
গবেষক দলের মতে, B+ ব্লাড গ্রুপের মানুষদের ভাল রক্ত ​​সঞ্চালনের কারণে মস্তিষ্কে ভালরকম অক্সিজেন সরবরাহ হয়। এই কারণেই তাঁদের চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যান্য রক্তের গ্রুপের চেয়ে ভাল।
Disclaimer: প্রিয় পাঠক, আমাদের প্রতিবেদন পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই প্রতিবেদন লেখা হয়েছে। এই লেখার জন্য আমরা সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি। আপনি যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনও সমস্যার মধ্যে থাকেন, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
A,B,O, AB....! কোন ব্লাড গ্রুপের মানুষের বুদ্ধি বেশি? গবেষণার রিপোর্ট দেখে নিন
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement