Moye Moye...! সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই গান, মোয়ে-মোয়ে শব্দের মানে কী?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Moye Moye: মোয়ে মোয়ে গানটি এখন ভাইরাল। Moye Moye মানে কী জানেন?
কলকাতা: আজকাল প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট করছেন। লোকজন কীভাবে একের পর এক রিল দেখে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন তা প্রায় সকলেরই জানা। বহু রিল লক্ষ লক্ষ বার দেখা হয়।
আপনি নিশ্চয়ই Moye Moye ট্রেন্ডের রিল অনেকবার দেখেছেন। আমরা যদি এর আসল ভিডিওর কথা বলি, তা হলে মূল গানে এটি ‘ইয়ে ময় মোরে’। কিন্তু ভারতে এটিকে রিলে মোয়ে মোয়ে বলা হচ্ছে।
রিলে ব্যাপকভাবে ব্যবহৃত এই গানটি আসলে সার্বিয়ার। মোয়ে মোয়ে এই গানের অংশ রিলে প্রচুর ব্যবহার করা হচ্ছে। আপনিও নিশ্চয়ই এই গানের রিল অনেকবার দেখেছেন। কিন্তু এর মানে কী জানেন?
advertisement
advertisement
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জার্সির রং নীল কেন? আসল কারণ অনেকেই জানেন না
সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম বা ফেসবুক, আপনি যেখানেই তাকান, মোয়ে মোয়ে ট্রেন্ডের রিল দেখতে পাবেন। তথ্য অনুযায়ী, এই গানটি একটি সার্বিয়ান গান থেকে নেওয়া হয়েছে।
বর্তমানে এই গানটি অনেক রিলে ব্যবহার করা হচ্ছে। আসল গানের নাম ডেজনাম। এটি সার্বিয়ান গায়িকা তেয়া ডোরা গেয়েছেন। এর আসল গানটি ইউটিউবে পাঁচ কোটিরও বেশিবার দেখা হয়েছে। এখন এটি অনেক রিলে আরও বেশি করে ব্যবহার করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- দ্রাবিড়কে চায়নি বোর্ড! কোচ হওয়ার অফার ছিল আরেক ক্রিকেটারের কাছে! হাঁড়ির খবর
Moye More -র অর্থ খারাপ স্বপ্ন। মানুষের কষ্ট, সংগ্রাম এবং বারবার দুঃস্বপ্ন দেখার প্রবণতায় এই গানটি তৈরি করা হয়েছে। ভারতে ট্রেন্ডিং হওয়া রিলে মানুষের কষ্টও দেখানো হচ্ছে, কিন্তু মজার উপায়ে। এই গানে এখনও পর্যন্ত লাখ লাখ রিল তৈরি হয়েছে। আমরা আপনাদের জন্য আসল গানটিও শেয়ার করেছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 1:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Moye Moye...! সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এই গান, মোয়ে-মোয়ে শব্দের মানে কী?