চাকরির জন্য নিরামিষাশী প্রার্থী চাই! বিজ্ঞাপন দিয়ে সমালোচনার মুখে এই কর্পোরেট সংস্থা

Last Updated:

Weird Job Advertisement: গত ৮ জুলাই বিজ্ঞাপনে দিয়ে অপারেশন অ্যান্ড মার্চেন্ডাইজার পদে কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে ওই সংস্থা। বেতন, মাসে ৫০ হাজার ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা। সঙ্গে বিনামূল্য বাড়ি। শুধু প্রার্থীকে হতে হবে নিরামিষাশী।

নিরামিষাশী প্রার্থী চাই! বিজ্ঞাপন দিয়ে সমালোচনার মুখে এই কর্পোরেট সংস্থা (Credit-Shutterstock)
নিরামিষাশী প্রার্থী চাই! বিজ্ঞাপন দিয়ে সমালোচনার মুখে এই কর্পোরেট সংস্থা (Credit-Shutterstock)
লখনউ: বিরাট বেতন, অনেক সুযোগ। ভাল কর্পোরেট সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আর তাকে ঘিরেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।
এমন চাকরি হাতছাড়া করে নাকি কেউ! তবে সমস্যা রয়েছে অন্য জায়গায়। নিয়োগকারী সংস্থার শর্ত একটাই— আবেদনকারী প্রার্থীকে হতে হবে নিরামিষাশী।
কী মনে হচ্ছে, গুজরাত বা উত্তরপ্রদেশের কোনও সংস্থায় বেরিয়েছে এমন চাকরির বিজ্ঞপ্তি!
advertisement
একেবারেই না। এই বিজ্ঞাপন ভারতীয় কোনও সংস্থার নয়। বরং এটি প্রকাশিত হয়েছে চিনে। সেই চিন, যেখানে মানুষের অন্যতম প্রধান খাদ্যই হল নানা রকমের সামুদ্রিক প্রাণী। তাছাড়া, শোনা যায়, ‘আরশোলা মুখে দিয়ে সুখে খায় চিনারা’। টিকটিকি, বাদুড়, চামচিকে থেকে সাপ, ব্যাঙ— কিছুই নাকি বাদ পড়ে না তাঁদের পাতে।
advertisement
ভারতে আমিষাশী এবং নিরামিষাশী মানুষের সহাবস্থান দীর্ঘকাল ধরে। তাই এমন বিজ্ঞাপন প্রায় কোনও সংস্থাই প্রকাশ্যে দিতে পারে না। যদিও অনেক সংস্থা এই নিয়ম গোপনে মেনে চলে বলে অভিযোগ ওঠে। কিন্তু চিনে একেবারে সরাসরি বিজ্ঞাপন বেরিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের দক্ষিণাঞ্চলীয় শেনজেনের একটি প্রতিষ্ঠান চাকরির বিজ্ঞাপনে এমনই শর্ত রেখেছে।
advertisement
জানা গিয়েছে গত ৮ জুলাই বিজ্ঞাপনে দিয়ে অপারেশন অ্যান্ড মার্চেন্ডাইজার পদে কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে ওই সংস্থা। বেতন, মাসে ৫০ হাজার ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা। সঙ্গে বিনামূল্য বাড়ি। শুধু প্রার্থীকে হতে হবে নিরামিষাশী।
advertisement
শুধু তাই নয়, সংস্থার দাবি, কর্মপ্রার্থীকে হতে হবে সদয় ও সদাচারী। যাঁরা ধূমপান বা অ্যালকোহল পান করেন না শুধু তাঁরাই আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে।
সংস্থার এইচআর বিভাগ জানিয়েছে, প্রাণিহত্যা নিষ্ঠুরতা। এই সংস্থা তা বরদাস্ত করে না। অফিস ক্যান্টিনেও আমিষ খাবার পরিবেশন করা হয় না। যারা এখানে কাজ করেন, তাঁদের এটা মেনে চলতেই হবে।
advertisement
যদিও এমন বিজ্ঞাপনের কথা প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে প্রবল সমালোচনা। কোনও স্বাধীন দেশে নাগরিকের ব্যক্তিগত খাদ্যাভ্যাসের উপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না বলেই মত প্রকাশ করেছেন অধিকাংশ নেট নাগরিক।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চাকরির জন্য নিরামিষাশী প্রার্থী চাই! বিজ্ঞাপন দিয়ে সমালোচনার মুখে এই কর্পোরেট সংস্থা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement