জলের ট্যাঙ্ক ধসে ভোররাতে বন্যা পরিস্থিতি! ঘরবাড়ি, গাড়ি ভেসে গেল খড়কুটোর মতো... বিপর্যয় কোচিতে

Last Updated:

কেডব্লিউএ-র ফিডার ট্যাঙ্ক ভেঙে কোচির থাম্মানমে বহু বাড়ি প্লাবিত, গাড়ি ভেসে যায়. টি জে বিনোদ ও উমা থমাস ক্ষতিপূরণের দাবি জানান। বিকল্প জল সরবরাহের ব্যবস্থা চলছে।

কোচিতে জলাধার ধসে ঘরবাড়ি প্লাবিত, গাড়ি ভেসে গেল
কোচিতে জলাধার ধসে ঘরবাড়ি প্লাবিত, গাড়ি ভেসে গেল
কোচি, ১০ নভেম্বর (পিটিআই): কেরল ওয়াটার অথরিটি (কেডব্লিউএ)-র একটি ফিডার ট্যাঙ্কের অংশ ধসে পড়ায় সোমবার ভোরে কোচির থাম্মানম এলাকায় বেশ কয়েকটি ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং বহু গাড়ি ভেসে গিয়েছে, জানিয়েছেন কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে রাত প্রায় আড়াইটা নাগাদ, যখন কেডব্লিউএ-র ফিডার পাম্প হাউসের একটি জলাধারের অংশ হঠাৎ ভেঙে পড়ে।
কেডব্লিউএ-র আধিকারিকদের মতে, ওই ট্যাঙ্কে দুটি চেম্বার রয়েছে, যার মোট ধারণক্ষমতা প্রায় ১.৩৮ কোটি লিটার। এর মধ্যে একটি চেম্বারের দেওয়াল ভেঙে পড়ে। তীব্র জলের স্রোত প্রথমে পাম্প হাউসের চারদেওয়াল ভেঙে দিয়ে আশেপাশের প্রায় দশটি বাড়িতে ঢুকে পড়ে।
advertisement
advertisement
এরনাকুলামের বিধায়ক টি জে বিনোদ জানিয়েছেন, এলাকায় পার্ক করা বহু গাড়ি ভেসে গিয়েছে।
তিনি বলেন, “অনেক বাড়ির নীচতলায় থাকা ইলেকট্রনিক যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের একটি স্বাস্থ্যকেন্দ্রেও জল ঢুকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নষ্ট করেছে।”
বিনোদ আরও জানান, “এই ফিডার ট্যাঙ্কটি কোচি শহর এবং ত্রিপুণিথুরা এলাকায় জল সরবরাহের জন্য ব্যবহৃত হত। যে চেম্বারটি ভেঙে গিয়েছে, সেটি কোচি শহরের জন্য জল সংরক্ষণ করত। ট্যাঙ্কটি ৫০ বছর আগে নির্মিত।”
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘরে জল ঢোকার পরেই তাঁরা বুঝতে পারেন ট্যাঙ্কটি ভেঙে পড়েছে। এক বাসিন্দা বলেন, জল ঢোকার ফলে তিনটি বাড়ির চারদেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। থ্রিকাক্কারা বিধায়ক উমা থমাস ঘটনাস্থল পরিদর্শন করে কেডব্লিউএ কর্তৃপক্ষকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কেডব্লিউএ আধিকারিকরা জানিয়েছেন, কোচি ও সংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন জল সরবরাহ বজায় রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জলের ট্যাঙ্ক ধসে ভোররাতে বন্যা পরিস্থিতি! ঘরবাড়ি, গাড়ি ভেসে গেল খড়কুটোর মতো... বিপর্যয় কোচিতে
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement