Prank Video of Alia Bhatt Mimicry: আলিয়া ভাটের গলা নকল করে পিৎজা অর্ডার! তারপর যা ঘটল দেখুন ভাইরাল ভিডিওতে

Last Updated:

Alia Bhatt Voice Mimicry: এমনকী যাতে কেউ ধরতে না পারে তাই রণবীর কোন পিৎজা খাবেন তা জিজ্ঞাসা করতে বিরতিও নেন।

Prank Video of Alia Bhatt Mimicry: ব্যস্ত সময়ে বেজে উঠল পিৎজার দোকানের ফোন। অর্ডার নেওয়ার জন্য ফোনের উত্তর দিতে গিয়েই থতমত খেয়ে গেলেন দোকানের কর্মচারী! কানে ফোন দিয়ে হ্যালো শুনেই তিনি বুঝলেন এ তো যে সে গ্রাহক নন! আসলে একজন বিখ্যাত সেলিব্রিটি! কীভাবে সামলাবেন নিজেকে? তারকার এলোমেলো প্রশংসা করে যাবেন? নাকি খুব দায়িত্ববান কর্মীর মতো শান্ত হয়ে অর্ডার নেবেন? পিৎজা প্লেসের একজন কর্মচারী সম্প্রতি এমনই পরিস্থিতির মুখোমুখি হন। তবে ফোনের অপরপ্রান্তে যিনি ছিলেন তাঁর গলা তারকার হলেও, আসলে বিষয়টি একটি প্র্যাঙ্ক! মিমিক্রি শিল্পী চাঁদনি আলিয়া ভাট এবং কঙ্গনা রানাউতের মতো বলিউড সেলিব্রিটিদের নকল করার জন্য সুপরিচিত। চাঁদনি সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাটের গলা নকল করে একটি দোকান থেকে পিৎজা অর্ডার করেন। চাঁদনির এই মজার ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে সুনিপুণভাবে আলিয়া ভাটের গলা নকল করে পিৎজার অর্ডার দিচ্ছেন তিনি!
ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে চাঁদনিকে তাঁর ভক্তরা একটি ‘টাস্ক’ দিয়েছেন। আলিয়া ভাটের গলায় নিজের পছন্দের জায়গা থেকে পিৎজা অর্ডার করতে হবে। ব্যাস! সঙ্গে সঙ্গে ফোন করে গলা নকল করে মজা করতে থাকেন চাঁদনি। এমনকী যাতে কেউ ধরতে না পারে তাই রণবীর কোন পিৎজা খাবেন তা জিজ্ঞাসা করতে বিরতিও নেন। আলিয়া নিজে কিন্তু নিরামিষাশী। তাই ভেগান এবং গ্লুটেন-মুক্ত পিৎজার অর্ডার দেন আলিয়াকণ্ঠী চাঁদনি। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি স্বাভাবিকভাবেই আলিয়া ভাট নাম শুনে চমকে যান। দেখুন সেই মজার ভিডিও:
advertisement
advertisement
চাঁদনির দক্ষতায় অত্যন্ত মুগ্ধ দর্শকরা। অনেকেই চাঁদনির প্রশংসাও করেন। একজন এই ভিডিওর কমেন্টে লিখেছেন, “ছেলেটি সারাজীবন এই দিনটিকে মনে রাখবে।” অনেকে আবার ভিডিওটিতে আলিয়া ভাটকে ট্যাগও করেছেন এই আশায় যে তিনিও এই মজা থেকে বঞ্চিত হবেন না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Prank Video of Alia Bhatt Mimicry: আলিয়া ভাটের গলা নকল করে পিৎজা অর্ডার! তারপর যা ঘটল দেখুন ভাইরাল ভিডিওতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement