মা দুর্গার বিসর্জন সারা, প্রভু জগন্নাথের আরতি দেখে মুগ্ধ শুভশ্রী, দেখে নিন পবিত্র আরতি

Last Updated:

প্রভুর নামে জয়ধ্বনি দিলেন টলিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী৷

#কলকাতা : পুরী যেন বাঙালির সেকেন্ড হোম৷ প্রভু জগন্নাথদেবের পবিত্র দর্শন ও তাঁর আশিষ নিয়ে জীবনের পথের কঠিনতম বিপদ পেরিয়ে যেতে চান মানুষ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কেউই এঁর ব্যতিক্রম নয়৷ সবে বিজয়া দশমীতে মা দুর্গার বিসর্জন হয়ে সকলের মন খারাপ৷ এই সময় প্রভু জগন্নাথ দেবের পবিত্র দর্শনের আনন্দ মেতে উঠেছেন সকলেই৷
করোনা আবহে প্রায় ৮ মাস কেটে গেল৷ সাধারণ জীবনযাপন এখন মানুষ ‘নিউ নর্ম্যাল’-র সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে৷ করোনা আবহে বিভিন্ন ক্ষেত্রেই বদলে গেছে নিয়ম৷ বিভিন্ন ধর্মীয় স্থান এখন সঠিকভাবে ভক্তদের জন্য উন্মুক্ত হয়নি৷ যেখানে খুলেছে সেখানেও একাধিক নিয়মবিধি মেনে ভক্তরা ভগবানের দর্শনের পুণ্য অর্জন করতে পারছেন৷ বাঙালির অন্যতম পছন্দের দেবস্থান পুরীর জগন্নাথ মন্দির৷ কিন্তু করোনা আবহে বাঙালি এখন আর সেভাবে পুরীতেও যেতে পারছে না৷
advertisement
প্রভু জগন্নাথকে দর্শন না করতে পারার প্রতিটি মুহূর্ত বাঙালি অসম্ভব ভাবে মিস করছে৷ একে কঠিন পরিস্থিতি -এর সঙ্গে লড়তে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আশিষ তো নিঃসন্দেহেই প্রয়োজন মনে করছেন হিন্দু ভক্তরা৷ আইনি জটিলতা কাটিয়ে সুপ্রিম কোর্টের শেষ মুহূর্তের নির্দেশেক প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছিল৷ কিন্তু সে সময়েও কোনও ভক্তকে হাজির থাকতে দেওয়া হয়নি৷ তবুও মানুষ টেলিভিশনের পর্দায় প্রভুর রূপ দেখেছিলেন৷ দূর থেকেই ভক্তিভরে প্রণাম করে আশিষ চেয়েছিলেন যুদ্ধে লড়াই করার৷
advertisement
advertisement
ফের একবার এইভাবে দূর থেকেই ভগবানের দর্শন হল৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার হতেই ভক্তরা তাঁর পবিত্র দর্শনের ভিডিও দেখে দূর থেকেই প্রভুর আশিষ নিয়েছেন৷ দেখে নিন সেই ভিডিও৷
advertisement
এই ভিডিও দেখে শ্রদ্ধায় মাথা ঝুঁকিয়েছেন শ্রদ্ধাশীল ভক্তরা৷ এমনিভাবেই সদ্য মা হওয়া শুভশ্রীও ভগবানের নামে জয়ধ্বনি দিয়েছেন৷ তিনি ভিডিও-র নিচে লিখেছেন জয় জগন্নাথ ৷
Photo Courtesy- Twitter Photo Courtesy- Twitter
advertisement
করোনা কালে মাতৃত্বের স্বাদ চেখেছেন, টলিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী৷ রাজ ও শুভশ্রী-র সন্তান ইউভানের জন্যেও মঙ্গলকামনাতেও নিশ্চয় সদ্য মা হওয়া শুভশ্রী প্রভু জগন্নাথের আশীর্বাদ চেয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মা দুর্গার বিসর্জন সারা, প্রভু জগন্নাথের আরতি দেখে মুগ্ধ শুভশ্রী, দেখে নিন পবিত্র আরতি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement