Home /News /off-beat /
মা দুর্গার বিসর্জন সারা, প্রভু জগন্নাথের আরতি দেখে মুগ্ধ শুভশ্রী, দেখে নিন পবিত্র আরতি

মা দুর্গার বিসর্জন সারা, প্রভু জগন্নাথের আরতি দেখে মুগ্ধ শুভশ্রী, দেখে নিন পবিত্র আরতি

Photo Courtesy- Twitter

Photo Courtesy- Twitter

প্রভুর নামে জয়ধ্বনি দিলেন টলিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী৷

 • Share this:

  #কলকাতা : পুরী যেন বাঙালির সেকেন্ড হোম৷ প্রভু জগন্নাথদেবের পবিত্র দর্শন ও তাঁর আশিষ নিয়ে জীবনের পথের কঠিনতম বিপদ পেরিয়ে যেতে চান মানুষ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কেউই এঁর ব্যতিক্রম নয়৷ সবে বিজয়া দশমীতে মা দুর্গার বিসর্জন হয়ে সকলের মন খারাপ৷ এই সময় প্রভু জগন্নাথ দেবের পবিত্র দর্শনের আনন্দ মেতে উঠেছেন সকলেই৷

   করোনা আবহে প্রায় ৮ মাস কেটে গেল৷ সাধারণ জীবনযাপন এখন মানুষ ‘নিউ নর্ম্যাল’-র সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে৷ করোনা আবহে বিভিন্ন ক্ষেত্রেই বদলে গেছে নিয়ম৷ বিভিন্ন ধর্মীয় স্থান এখন সঠিকভাবে ভক্তদের জন্য উন্মুক্ত হয়নি৷ যেখানে খুলেছে সেখানেও একাধিক নিয়মবিধি মেনে ভক্তরা ভগবানের দর্শনের পুণ্য অর্জন করতে পারছেন৷ বাঙালির অন্যতম পছন্দের দেবস্থান পুরীর জগন্নাথ মন্দির৷ কিন্তু করোনা আবহে বাঙালি এখন আর সেভাবে পুরীতেও যেতে পারছে না৷

  প্রভু জগন্নাথকে দর্শন না করতে পারার প্রতিটি মুহূর্ত বাঙালি অসম্ভব ভাবে মিস করছে৷ একে কঠিন পরিস্থিতি -এর সঙ্গে লড়তে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আশিষ তো নিঃসন্দেহেই প্রয়োজন মনে করছেন হিন্দু ভক্তরা৷ আইনি জটিলতা কাটিয়ে সুপ্রিম কোর্টের শেষ মুহূর্তের নির্দেশেক প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছিল৷ কিন্তু সে সময়েও কোনও ভক্তকে হাজির থাকতে দেওয়া হয়নি৷ তবুও মানুষ টেলিভিশনের পর্দায় প্রভুর রূপ দেখেছিলেন৷ দূর থেকেই ভক্তিভরে প্রণাম করে আশিষ চেয়েছিলেন যুদ্ধে লড়াই করার৷

  আরও পড়ুন - হাতে শাঁখা-পলা, কোমরে বিছা, মাথায় সিঁদুর, মা দুর্গার সামনে জড়োয়ার ঝুমকোর ‘ঢাকের তালে কোমর দোলে’ গানে নাচ সুপার ভাইরাল

  ফের একবার এইভাবে দূর থেকেই ভগবানের দর্শন হল৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার হতেই ভক্তরা তাঁর পবিত্র দর্শনের ভিডিও দেখে দূর থেকেই প্রভুর আশিষ নিয়েছেন৷ দেখে নিন সেই ভিডিও৷

  এই ভিডিও দেখে শ্রদ্ধায় মাথা ঝুঁকিয়েছেন শ্রদ্ধাশীল ভক্তরা৷ এমনিভাবেই সদ্য মা হওয়া শুভশ্রীও ভগবানের নামে জয়ধ্বনি দিয়েছেন৷ তিনি ভিডিও-র নিচে লিখেছেন জয় জগন্নাথ ৷

  Photo Courtesy- Twitter Photo Courtesy- Twitter

  করোনা কালে মাতৃত্বের স্বাদ চেখেছেন, টলিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী৷ রাজ ও শুভশ্রী-র সন্তান ইউভানের জন্যেও মঙ্গলকামনাতেও নিশ্চয় সদ্য মা হওয়া শুভশ্রী প্রভু জগন্নাথের আশীর্বাদ চেয়েছেন৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Subhasree, Tollywood, Viral Video

  পরবর্তী খবর